ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

সিরিয়ায় সবজি বাজারে বিমান হামলা, নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪২ ঘণ্টা, জুন ২৫, ২০২৩
সিরিয়ায় সবজি বাজারে বিমান হামলা, নিহত ৯ ছবি: সংগৃহীত

সিরিয়ার ইদলিব প্রদেশের একটি সবজি বাজারে রাশিয়ার বিমান হামলায় নয় বেসামরিক নাগরিক নিহত ও ৩০ জন আহত হয়েছেন।

রোববার (২৫ জুন) স্থানীয় সূত্র এ খবর জানিয়েছে।

এ হতাহতের ঘটনা নিশ্চিত করে সিরিয়া সিভিল ডিফেন্স জানিয়েছে, জিসর আল-শুগুর জেলা কেন্দ্রের সবজি বাজারে এ বিমান হামলা হয়। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিরোধী বিমান পর্যবেক্ষণ টাওয়ারের তথ্যানুসারে, স্থানীয় সময় সকাল ১০টা ৩ মিনিটে লাতাকিয়ার খমেইমিম বিমান ঘাঁটি থেকে তিনটি রুশ যুদ্ধবিমান রওনা হয়। এরপর জিসর আল-শুগ জেলার সবজির বাজার ও একটি গ্রামে হামলা চালায় বিমানগুলো।

২০১৮ সালের সেপ্টেম্বরে সিরিয়ার ইদলিবকে একটি নিরস্ত্রীকরণ জোনে পরিণত করতে সম্মত হয়েছিল তুরস্ক এবং রাশিয়া। ওই জোনে আগ্রাসনমূলক কাজগুলো ছিল সম্পূর্ণভাবে নিষিদ্ধ।

কিন্তু সিরিয়া সরকার ও মিত্ররা ধারাবাহিকভাবে যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করে ওই জোনের ভেতরে ঘন ঘন আক্রমণ শুরু করে।

২০১১ সালের শুরুর দিকে বাশার আসাদ সরকার গণতন্ত্রপন্থী বিক্ষোভ হিংস্রভাবে দমন করলে সিরিয়া ভয়ংকর গৃহযুদ্ধে জড়িয়ে পড়ে।

জাতিসংঘের তথ্যানুসারে, ওই ঘটনায় কয়েক লাখ মানুষ নিহত এবং এক কোটিরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়।

সূত্র: আনাদোলু এজেন্সি

বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, জুন ২৫, ২০২৩
জেএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ