ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

গ্রিসে রক্ষণশীলদেরই জয়

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৮ ঘণ্টা, জুন ২৬, ২০২৩
গ্রিসে রক্ষণশীলদেরই জয়

গ্রিসের ভোটাররা নতুন পার্লামেন্ট সদস্যদের নির্বাচন করতে এক মাসেরও কম সময়ের মধ্যে দ্বিতীয়বারের মতো তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ভোট রক্ষণশীল দলের কিরিয়াকোস মিৎসোতাকিস বিপুল ব্যবধানে জয়ী হয়েছেন।

রোববার (২৫ জুন) পার্লামেন্টের ভোট হয়। তারপর ৯৫ শতাংশ ব্যালট গণনা হয়ে গেছে।

মিৎসোতাকিসের নেতৃত্বে রক্ষণশীল নিউ ডেমোক্রেটিক পার্টি দাবি করেছে, তারা ৪০ দশমিক পাঁচ শতাংশ ভোট পেয়েছে। সরকার গঠন করা নিয়ে আর কোনো অনিশ্চয়তা নেই।

মিৎসোতাকিস জানিয়েছেন, এরপর সংস্কার কর্মসূচি রূপায়ণে কোনো বাধা থাকলো না। অন্য কোনো দলের মুখাপেক্ষী হয়ে থাকতে হবে না। মানুষ আমাদের নিরাপদ সংখ্যাগরিষ্ঠতা দিয়েছে।

দলের সদর দপ্তরের বাইরে সমর্থকদের মিৎসোতাকিস বলেছেন, এবার দ্রুত আর্থিক বৃদ্ধি হবে।

ম্যাকেঞ্জির সাবেক পরামর্শদাতা ৫৫ বছর বয়সী এই নেতার দাবি, সবার পারিশ্রমিক বাড়বে।

এখন যা অবস্থা তাতে ৩০০ সদস্যের পার্লামেন্টে মিৎসোতাকিসের দল পাবে ১৫৭টি আসন। গ্রিসের আইন অনুসারে, পরপর নির্বাচন হলে সংখ্যাগরিষ্ঠ দল ৫০টি আসন বেশি পাবে। মাস দুয়েক আগের নির্বাচনে মিৎসোতাকিস সংখ্যাগরিষ্ঠতার চেয়ে পাঁচটি আসন কম পেয়েছিলেন। তিনি তাই আবার নির্বাচনের পথে হাঁটেন।

রোববার ৩২টি দল নির্বাচনে অংশ নেয়। ৯৮ লাখ মানুষ ভোট দিয়েছিলেন। চরম বামপন্থিদের জোট ১৮ শতাংশ ভোট পেয়েছে।  মে মাসের নির্বাচনের তুলনায় তাদের ফল খারাপ হয়েছে।

কমিউনিস্ট পার্টি পেয়েছে ৭ শতাংশ, অতি জাতীয়তাবাদী স্পার্টার্ন পেয়েছে ৫ শতাংশ। পিএএসওকে পেয়েছে ১৩ শতাংশ ভোট।

সূত্র- ডয়চে ভেলে

বাংলাদেশ সময়: ১০৩৫ ঘণ্টা, জুন ২৬, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।