ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

‘পুতিনের দৈত্যই এখন তাকে কামড়াচ্ছে’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৪ ঘণ্টা, জুন ২৬, ২০২৩
‘পুতিনের দৈত্যই এখন তাকে কামড়াচ্ছে’ জোসেফ বোরেল

আপাতত বন্ধ ওয়াগনার বিদ্রোহ। চ্যালেঞ্জের মুখে পড়া রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও আছেন অনেকটা স্বস্তিতে।

তবে পশ্চিমারা পুতিনের দীর্ঘমেয়াদী ভাঙনের দৃশ্যই খুঁজছে এই বিদ্রোহের মধ্যে।

তাদের দাবি, পুতিনের প্রাসাদ পতনের অপেক্ষায়। খবর: বিবিসি

এ বিদ্রোহ নিয়ে ইউরোপীয় ইউনিয়ন ইইউর বিদেশ নীতিবিষয়ক প্রধান জোসেফ বোরেল বলেছেন, ওয়াগনার বিদ্রোহ দেখিয়ে দিয়েছে রাশিয়ার সামিরক বাহিনীর ক্ষমতায় ফাটল ধরেছে।

লুক্সেমবার্গে ইউরোপের পররাষ্ট্রমন্ত্রীদের একটি সমাবেশে বোরেল বলেছেন, ওই রাজনৈতিক ব্যবস্থার ভঙ্গুরতা প্রকাশ পেয়েছে। সামরিক শাসনেও ফাটল ধরেছে।

বোরেল বলেন, ওয়াগনারের সঙ্গে পুতিন যে দৈত্য পুষেছিলেন, সেই দৈত্যই এখন তাকে কামড়াচ্ছে। দৈত্য এখন তার স্রষ্টার বিপক্ষেই কাজ করছে।

বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, জুন ২৬, ২০২৩
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।