ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ভিন্ন জাতে প্রেম করায় মেয়েকে খুন, প্রাণ দিলেন প্রেমিকও

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০২ ঘণ্টা, জুন ২৮, ২০২৩
ভিন্ন জাতে প্রেম করায় মেয়েকে খুন, প্রাণ দিলেন প্রেমিকও

ভিন্ন জাতের এক যুবকের সঙ্গে প্রেম করছে মেয়ে। এ নিয়ে আপত্তি ছিল বাবার।

বাবার বারণ সত্ত্বেও প্রেমিককে ছাড়তে চাননি মেয়ে। শেষ পর্যন্ত মেয়েকে খুন করে পাখার সঙ্গে ঝুলিয়ে দেন বাবা। ঘটনাটি ঘটেছে ভারতের কর্ণাটকে।

অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। খবর: আনন্দবাজার

জানা গেছে, কর্ণাটকের বঙ্গারপেটের বাসিন্দা কৃষ্ণমূর্তির মেয়ে কীর্তি ২৪ বছর বয়সী যুবক গঙ্গাধরের সঙ্গে প্রেম করতেন। কিন্তু তার এই প্রেমের সম্পর্ক মেনে নেয়নি পরিবার। কারণ হিসাবে জানানো হয়েছিল, নিচু জাতের ছেলের সঙ্গে সম্পর্কের বিষয়টি মেনে নেওয়া হবে না। এ নিয়ে মেয়ের সঙ্গে বাবার কথা কাটাকাটিও হয়।

কথা কাটাকাটির এক পর্যায়ে গলা টিপে খুন করেন মেয়েকে। কীর্তির মৃত্যুর পর তার দেহটি পাখার সঙ্গে ঝুলিয়ে দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।

পুলিশ যখন তদন্তে নামে তখন প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে মনে করেছিল। কিন্তু বেশ কিছু বিষয়ে তদন্তকারীদের মধ্যে খটকা দেখা দেয়। কৃষ্ণমূর্তিকে জেরা করে জানা যায়, কীর্তিকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে।  

প্রেমিকার মৃত্যুর খবর পেয়ে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দেন পেশায় রাজমিস্ত্রি গঙ্গাধরও। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

স্থানীয় পুলিশ সুপার ধরণি দেবী জানান, খুনের অভিযোগে কৃষ্ণমূর্তিকে গ্রেপ্তার করে ৩০২ ধারায় মামলা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, জুন ২৮, ২০২৩
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।