ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ক্রামাতোরস্ক শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে আটজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অনেকে।
মঙ্গলবার (২৭ জুন) স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে ক্রামাতোরস্কের একটি রেস্তোরাঁ ও বিপণিকেন্দ্রে হামলাটি হয়। খবর: রয়টার্স
হামলায় ক্ষতিগ্রস্ত ভবনের ধ্বংসস্তূপের নিচে লোকজন আটকে আছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় উদ্ধার অভিযান চলছে।
ইউক্রেনের কর্মকর্তারা বলেছেন, এ হামলার ঘটনায় ৪০ জন আহত হয়েছেন। এরমধ্যে আট মাস বয়সী এক শিশু এবং তিন বিদেশি আছেন।
স্থানীয় কর্তৃপক্ষ বলেছে, ক্ষেপণাস্ত্র হামলার সময় ওই এলাকায় অনেক বেসামরিক নাগরিক উপস্থিত ছিলেন।
আঞ্চলিক গভর্নর পাভলো কিরিলেঙ্কো বলেন, এটি শহরের প্রাণকেন্দ্র। এখানে মূলত জনসাধারণের খাওয়ার জন্য রেস্তোরাঁগুলো অবস্থিত। মানুষের অনেক ভিড় থাকে এখানে।
বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, জুন ২৮, ২০২৩
জেডএ