ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

দুর্ঘটনার পর আবারও টাইটানিকের ধ্বংসাবশেষ দর্শনের বিজ্ঞাপন দিল ওশানগেট

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪২ ঘণ্টা, জুন ৩০, ২০২৩
দুর্ঘটনার পর আবারও টাইটানিকের ধ্বংসাবশেষ দর্শনের বিজ্ঞাপন দিল ওশানগেট আটলান্টিকে নিখোঁজ হওয়া ডুবোযান টাইটান

ডুবোযান টাইটান দুর্ঘটনার ১০ দিনও হয়নি। এরমধ্যেই পরবর্তী অভিযানের বিজ্ঞাপন দিয়েছে ডুবোযান পরিচালনা সংস্থা ‘ওশানগেট’।

আটলান্টিকে ডুবে যাওয়া টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে মর্মান্তিক পরিণতি ঘটে পাঁচ জনের। ওশানগেটের টাইটান নামে সাবমেরিনে তারা আটলান্টিকের তলদেশে যাত্রা শুরু করেছিলেন।

কিন্তু সাগরের তলদেশে টাইটানে বিস্ফোরণ ঘটে। নিখোঁজ হয় টাইটান। ব্যাপক খোঁজাখুঁজির পর ধ্বংসাবশেষের সন্ধান মেলে।

মার্কিন কোস্টগার্ড কর্মকর্তারা জানান, টাইটানের যাত্রীরা জীবিত নেই। গত বুধবার টাইটানের ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে।

দুর্ঘটনায় বিশ্বজুড়ে তোলপাড় না থামতে আবারও টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে যাওয়ার বিজ্ঞাপন দিল কোম্পানিটি।

বিজ্ঞাপনে ওশানগেট জানিয়েছে, আগামী বছর টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে যাওয়ার জন্য দুটি ভ্রমণ পরিচালনার পরিকল্পনা করছে তারা। প্রথমটি হবে ২০২৪ সালের ১২ জুন থেকে ২০ এবং দ্বিতীয়টি হবে ২১ জুন থেকে ২৯ জুন পর্যন্ত।

এ ভ্রমণের মূল্য ধরা হয়েছে আড়াই লাখ ডলার (আড়াই কোটি টাকা প্রায়)। ওশানগেট জানিয়েছে, এ খরচের মধ্যে রয়েছে একটি সাবমিসিবল ডাইভ, প্রয়োজনীয় সব প্রশিক্ষণ, সফরের সরঞ্জাম এবং জাহাজে থাকাকালীন সব খাবারের ব্যবস্থা।

টাইটান যেভাবে টাইটানিক দেখতে গিয়েছিল ঠিক একইভাবেই হবে এ ভ্রমণ।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, প্রথম দিন যাত্রীরা জাহাজের ক্রুদের সঙ্গে কানাডার সমুদ্র তীরবর্তী শহর সেন্ট জনসে পৌঁছাবেন। এরপর যানে করে টাইটানিকের ধ্বংসাবশেষে পৌঁছে যাবেন।

সূত্র: নিউ ইয়র্ক পোস্ট

বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, জুন ৩০, ২০২৩
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।