ঢাকা, মঙ্গলবার, ১৮ আষাঢ় ১৪৩১, ০২ জুলাই ২০২৪, ২৪ জিলহজ ১৪৪৫

আন্তর্জাতিক

মহারাষ্ট্রে বাসে আগুন লেগে ঘুমন্ত ২৫ যাত্রীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৫ ঘণ্টা, জুলাই ১, ২০২৩
মহারাষ্ট্রে বাসে আগুন লেগে ঘুমন্ত ২৫ যাত্রীর মৃত্যু

ভারতের মহারাষ্ট্রে একটি যাত্রীবাহী বাসে আগুন লেগে তিন শিশুসহ অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। বাসটিতে প্রায় ৩৩ জন যাত্রী ছিলেন।

ঘটনার সময় তাদের বেশির ভাগই ঘুমিয়ে ছিলেন।

পুলিশ জানিয়েছে, শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে রাজ্যের বুলধানায় সমৃদ্ধি-মহামার্গ এক্সপ্রেসওয়ের একটি খাম্বায় ধাক্কা খেয়ে উল্টে যাওয়ার পর বাসটিতে আগুন ধরে যায়। বাসটি নাগপুর থেকে পুনে যাচ্ছিল।

বুলধানার পুলিশের ডিপুটি এসপি বাবুরাও মহামুনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাসটিতে ৩৩ জন যাত্রী ছিল। বাস থেকে ২৫টি মৃতদেহ বের করা হয়েছে। বাকিরা আহত হয়েছেন। তাদের বুলধানা সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় বেঁচে যাওয়া বাসের চালক বলেছেন, টায়ার ফেটে বাসটি উল্টে গিয়ে আগুন ধরে যায়।

সূত্র: এনডিটিভি

বাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা, জুলাই ০১, ২০২৩
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।