দোনেৎস্ক ও লুহানস্কে পাল্টা আক্রমণ চালাচ্ছে ইউক্রেনের সেনাবাহিনী। সেখানে রুশ সেনার সঙ্গে তাদের তীব্র লড়াই চলছে।
এরই মধ্যে কিয়েভ দাবি করেছে, এই লড়াইয়ে তারা কিছুটা এগোতে পেরেছে।
ইউক্রেনের প্রতিরক্ষা প্রতিমন্ত্রী হান্না মালিয়ার জানিয়েছেন, পূর্ব ইউক্রেনে এখন প্রবল সংঘর্ষ চলছে। রাশিয়া কিছু জায়গায় এগোনের চেষ্টা করছে। তারা কিছুটা এগিয়েছে। আর বাখমুতে এগোনের ক্ষেত্রে আংশিক সাফল্য পেয়েছে ইউক্রেনের বাহিনী।
হান্না মালিয়ার বলেছেন, রাশিয়ার বাহিনী দোনেৎস্ক অঞ্চলের লাইমান, আভদিভকা এবং মারিঙ্কার দিকে আক্রমণ করছে।
সোশ্যাল মিডিয়ায় মালিয়ার লিখেছেন, সর্বত্র ভয়ঙ্কর লড়াই চলছে। পরিস্থিতি বেশ জটিল।
ইউক্রেন বলছে, সেনারা রাশিয়ান সৈন্যদের সঙ্গে প্রচণ্ড লড়াইয়ে পূর্ব এবং দক্ষিণ ফ্রন্টে ৩৭.৪ বর্গ কিলোমিটার অঞ্চল পুনরুদ্ধার করেছে।
দক্ষিণ ফ্রন্টের দায়িত্বে থাকা ইউক্রেনীয় জেনারেল ওলেক্সান্ডার টারনাভস্কি বলেছেন, ইউক্রেনীয় বাহিনী পরিকল্পিতভাবে শত্রুকে ধ্বংস করছে। গত ২৪ ঘণ্টায় তারা কয়েক শতাধিক রাশিয়ান সেনার মৃত্যুর খবর দিয়েছে।
বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, জুলাই ০৩, ২০২৩
এমএইচএস