ইউক্রেনের খারকিভ অঞ্চলে একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এতে ১২ শিশুসহ অন্তত ৪৩ জন আহত হয়েছে।
স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি এ তথ্য জানিয়েছে।
ধারণা করা হচ্ছে এটি রাশিয়ান ইস্কান্দার ক্ষেপণাস্ত্র ছিল। স্থানীয় সময় মঙ্গলবার (৪ জুলাই) দুপুরে পারভোমাইস্কি শহরে ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে।
ইউক্রেনের প্রসিকিউটর জেনারেল আন্দ্রি কোস্টিন বলেছেন, ওই এলাকায় শুধু আবাসিক ভবন ছিল। আহতদের মধ্যে একজন এক বছর ও আরেকজন ১০ মাস বয়সী শিশু ছিল বলে জানা গেছে।
কোস্টিন বলেন, আবাসিক ভবনগুলোকে লক্ষ্যবস্তু করা রাশিয়ার পক্ষ থেকে আরেকটি যুদ্ধাপরাধের সমান।
খারকিভের আঞ্চলিক গভর্নর ওলেগ সিনেগুবভ টেলিগ্রামে ক্ষতিগ্রস্ত ভবনের বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন। ছবিতে ভাঙা জানালা, কালো ধোঁয়ার মেঘ এবং একটি উল্টে যাওয়া গাড়ি দেখা গেছে।
পারভোমাইস্কির চেয়ারম্যান আন্তন ওরেখভকে উদ্ধৃত করে স্থানীয় সংবাদমাধ্যম বলেছে, এখানকার অন্তত অর্ধেক এলাকা বসবাসের অযোগ্য।
এ ঘটনায় রাশিয়া তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
বাংলাদেশ সময়: ০৯০১ ঘণ্টা, জুলাই ০৫, ২০২৩
এমএইচএস