ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

৭৪ বছরে এক দিনও ছুটি নেননি তিনি

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৫ ঘণ্টা, জুলাই ৭, ২০২৩
৭৪ বছরে এক দিনও ছুটি নেননি তিনি

৭৪ বছর কাজ করেছেন একটি ডিপার্টমেন্ট স্টোরে। চাকরিজীবনে একদিনও কামাই দেননি।

এমনকি অসুস্থতার জন্যও কোনোদিন ছুটি নেননি টেক্সাসের ৯০ বছর বয়সী নারী মেলবা মেবেন। গেল মাসে ডিলার্ড ডিপার্টমেন্ট স্টোর থেকে তিনি অবসর নেন। ফক্স নিউজ।

মেলবেনের ক্যারিয়ারের শুরুটা ছিল ১৯৪৯ সালে। তখন তিনি টেক্সাসের টাইলারে একটি ডিপার্টমেন্ট স্টোরে এলিভেটর গার্ল হিসেবে কাজ শুরু করেন। ১৯৫৬ সালে ডিলার্ড ওই দোকানটি নিয়ে নেয়। পরে সেখানেই থেকে যান তিনি।  

ডিলার্ডদের স্টোর ম্যানেজার জেমস সায়েনজ মেলবাকে চেনেন ৬৫ বছর ধরে। ফক্স নিউজকে বলেন, তিনি আমাদের টিমের জন্য সব করেছেন। তিনি কতজনকে কাজ শিখিয়েছেন, কতজনকে প্রশিক্ষণ দিয়েছেন, আপনি ভাবতেও পারবেন। না।

তিনি বলেন, মেলবা শুধু একজন সেলসপারসনই নন, তিনি একজন মা। তিনি আপনাকে দিক নির্দেশনা দেবেন। তিনি জীবন নিয়ে আপনাকে উপদেশ দেবেন। তিনি অসাধারণ।

মেলবা মেবেন গণমাধ্যমকে বলেন, আমি সেখানে সবাইকে ভালোবাসতাম। আমি প্রতিদিন কাজে যেতেও ভালোবাসতাম। এই মুহূর্তে তার পরিকল্পনা বিশ্রাম, ভ্রমণ আর ভালো খাওয়াদাওয়া।

শনিবার মেলবার কয়েক দশকের চাকরি এবং তার ত্যাগের প্রতি সম্মান জানিয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই স্টোর থেকে তিনি দীর্ঘদিনের কর্মী হওয়ার পুরস্কারও পেয়েছেন।

ফক্স নিউজের কাছে দেওয়া এক বিবৃতিতে ৯০ বছর বয়সী এই নারী বলেন, যে নারীরা খেতে ভালোবাসেন এবং হাসতে ভালোবাসেন, তাদের সঙ্গে কাজ করাটা তিনি উপভোগ করেছেন।  

সূত্র: এনডিটিভি

বাংলাদেশ সময়: ২১০১ ঘণ্টা, জুলাই ৭, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।