ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

৫ কমান্ডারকে সঙ্গে নিয়ে ফিরলেন জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫০ ঘণ্টা, জুলাই ৯, ২০২৩
৫ কমান্ডারকে সঙ্গে নিয়ে ফিরলেন জেলেনস্কি

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি। সেখান থেকে তার সঙ্গে ফিরেছেন মারিউপোলের পাঁচ কমান্ডার।

এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া। দেশটি বন্দি বিনিময় চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলেছে। মূলত বন্দি বিনিময় চুক্তির অধীনে ওই পাঁচ কমান্ডারকে তুরস্কের হাতে তুলে দেওয়া হয়েছিল। যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত তাদের তুরস্কেই থাকার কথা ছিল।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ শনিবার বলেছেন, বন্দি বিনিময় চুক্তির অধীনে আঙ্কারা এই কমান্ডারদের তুরস্কে রাখার প্রতিশ্রুতি দিয়েছিল। তবে মস্কোকে এই পদক্ষেপ সম্পর্কে অবহিত না করেই তাদের ইউক্রেনে পাঠানো হয়েছে।

ইউক্রেনের এই পাঁচ কমান্ডার গত বছর মারিউপোলের দক্ষিণ বন্দরের প্রতিরক্ষার নেতৃত্ব দিয়েছিলেন।

শনিবার এক মিনিটের একটি ভিডিও পোস্ট করেন জেলেনস্কি। সেখানে দেখা যায়, তিনি হাস্যোজ্জ্বল কমান্ডারদের আলিঙ্গন করছেন।

তুরস্ক থেকে ইউক্রেন ফেরার সময় জেলেনস্কি বলেন, ‘আমরা তুরস্ক থেকে দেশে ফিরছি। আমাদের নায়কদের দেশে নিয়ে আসছি। ’

কমান্ডারদের পরিচয় তুলে ধরে টেলিগ্রাম মেসেজিং অ্যাপে জেলেনস্কি বলেছিলেন, ইউক্রেনীয় সৈন্য ডেনিস প্রোকোপেনকো, স্ব্যাটোস্লাভ পালামার, সের্হি ভলিনস্কি, ওলেহ খোমেনকো, ডেনিস শ্লেহা। তারা অবশেষে তাদের আত্মীয়দের সঙ্গে থাকবেন।

তবে কেন কমান্ডারদের এখন দেশে ফিরতে দেওয়া হচ্ছে এ বিষয়ে ইউক্রেন প্রেসিডেন্ট কোনো মন্তব্য করেননি। তুরস্কের পক্ষ থেকেও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি।

অনেক ইউক্রেনীয় সোশ্যাল মিডিয়ায় খবরটিকে স্বাগত জানিয়েছে।

বর্তমানে পূর্ব ইউক্রেনে যুদ্ধ করছেন মেজর ম্যাকসিম ঝোরিন। কমান্ডারদের তুরস্ক থেকে ইউক্রেনে ফেরার বিষয়ে তিনি টেলগ্রামে বলেন, ‘অবশেষে! সর্বকালের সেরা খবর। আমাদের ভাইদের অভিনন্দন!’

বাংলাদেশ সময়: ১১৪৯ ঘণ্টা, জুলাই ০৯, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।