ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

দক্ষিণ কোরিয়ায় বন্যা-ভূমিধসে নিহত ৭, নিখোঁজ-আহত ১০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৮ ঘণ্টা, জুলাই ১৫, ২০২৩
দক্ষিণ কোরিয়ায় বন্যা-ভূমিধসে নিহত ৭, নিখোঁজ-আহত ১০

দক্ষিণ কোরিয়ায় বন্যা-ভূমিধসে অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ হয়েছেন তিনজন।

আহতের সংখ্যা ৭।

আল জাজিরার খবরে বলা হয়েছে, টানা তিনদিনের ভারী বৃষ্টির কারণে সেখানে ভূমিধসের ঘটনা ঘটছে। বন্যাকবলিত এলাকা থেকে কয়েক হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।

শনিবার (১৫ জুলাই) দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

দেশটির অভ্যন্তরীণ ও নিরাপত্তা মন্ত্রণালয় জানিয়েছে, উত্তর চুংচেং প্রদেশে বাঁধের উপরে পানি চলে যাওয়ায় ব্যাপক শঙ্কা রয়েছে। স্থানীয় সময় বেলা ১১টা পর্যন্ত এক হাজার ৫৬৭ জনকে উদ্ধার করা হয়েছে। ভুক্তভোগীর সংখ্যা আরও বাড়তে পারে।

বর্তমান পরিস্থিতিতে ধীরগতির ট্রেন ও কিছু বুলেট ট্রেন বন্ধ করা হয়েছে। ধীর গতির কাজের কারণে অন্য বুলেট ট্রেনগুলো বিলম্বে যাতায়াত করবে।

শনিবার সরকারি সংস্থাগুলোর সঙ্গে বৈঠক করেছেন দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী হান ডাক-সু। তিনি সামরিক বাহিনীকে সক্রিয়ভাবে উদ্ধার কার্যক্রমে যোগদান, সরঞ্জাম সরবরাহ ও জনবল সংগ্রহের নির্দেশ দিয়েছেন।

সূত্র: আল জাজিরা

বাংলাদেশ সময়: ১৪৫৯ ঘণ্টা, জুলাই ১৫, ২০২৩
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।