ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বেলারুশ গেছে ওয়াগনার সেনারা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০০ ঘণ্টা, জুলাই ১৬, ২০২৩
বেলারুশ গেছে ওয়াগনার সেনারা

রাশিয়ার ভাড়াটে সেনাবাহিনী ওয়াগনার গ্রুপের সেনারা বেলারুশে গেছেন।

ইউক্রেনের বর্ডার গার্ড সার্ভিস বিষয়টি নিশ্চিত করেছে।

ডিপিএসইউ বলেছে, রাশিয়ার থেকে বেলারুশে ওয়াগনারের কত সেনা প্রবেশ করেছেন; সেটি বের করার চেষ্টা করছেন তারা।

একটি অসমর্থিত প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার ভোরে প্রায় ৬০টি গাড়ি নিয়ে ওয়াগনারের একটি বহর বেলারুশে প্রবেশ করে।

ডিপিএসইউ-এর মুখপাত্র অ্যান্ড্রি ডেমচেঙ্কো বলেন, ইউক্রেনের সীমান্তরক্ষীরা দেশের উত্তর সীমান্ত জুড়ে চলমান পরিস্থিতির ওপর নজরদারি চালিয়ে যাচ্ছে।

তিনি আর কোনো বিস্তারিত তথ্য জানাননি।

রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী ও সশস্ত্র বাহিনীর প্রধানের বিরুদ্ধে গত ২৩ জুন বিদ্রোহ করে ওয়াগনার গ্রুপ। এতে নেতৃত্ব দেন বাহিনীর প্রধান ইয়েভগিনি প্রিগোজিন।

বিদ্রোহের পর প্রিগোজিনের সঙ্গে রাশিয়ার চুক্তি হয়— ওয়াগনার সেনাদের রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে যুক্ত হতে হবে। অথবা তাদের বেলারুশে চলে যেতে হবে।

বাংলাদেশ সময়: ০৮৫৮ ঘণ্টা, জুলাই ১৬, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।