কৃষ্ণসাগর দিয়ে শস্য রপ্তানির জন্য জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় একটি বিশেষ চুক্তি করেছিল রাশিয়া ও ইউক্রেন। দফায় দফায় সেই চুক্তির মেয়াদও বাড়ানো হয়েছে।
রোববার তুরস্কের পতাকাবাহী শস্য বোঝাই জাহাজ টিকিউ সামসুন ওডেসার কৃষ্ণসাগর বন্দর থেকে ছেড়ে যায়। বলা হচ্ছে, চুক্তি নবায়ন না হলে এটিই হবে শস্য চুক্তির আওতায় ইউক্রেন ছেড়ে যাওয়া শেষ জাহাজ।
রাশিয়া আর চুক্তির মেয়াদ বাড়াতে চাইছে না। মস্কোর দাবি, চুক্তি অনুযায়ী তাদের শস্য ও সার পরিবহনে যথাযথ সুবিধা পাওয়া যাচ্ছে না।
রাশিয়ার ইউক্রেন অভিযানের পর বিশ্বজুড়ে খাদ্য সঙ্কটের শঙ্কা দেখা দেয়। কিয়েভ-মস্কোর শস্য চুক্তিতে স্বস্তি ফেরে। বিশ্বজুড়ে স্বাভাবিক হয় খাদ্যশস্য সরবরাহ।
ইউক্রেন চুক্তির বিষয়ে এখনো কোনো প্রকাশ্য মন্তব্য করেনি।
তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়ার শস্য রপ্তানির ক্ষেত্রে বাধা দূরীকরণের বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে মস্কো এই চুক্তিতে আর অংশগ্রহণ নাও করতে পারে।
তাছাড়াও পুতিন অভিযোগ করেছে, আফ্রিকায় খাদ্যশস্য সরবরাহের নাম করে ইউক্রেন চুক্তি করলেও তা সঠিকভাবে বাস্তবায়ন করছে না।
বাংলাদেশ সময়: ১০৩৪ ঘণ্টা, জুলাই ১৭, ২০২৩
এমএইচএস