রাশিয়ার মূল ভূখণ্ডের সঙ্গে ক্রিমিয়ার সংযোগ ঘটানো ক্রিমিয়া ব্রিজ যান চলাচলের জন্য আবারও খুলে দেওয়া হয়েছে। গতকাল বিস্ফোরণের কথা বলে ‘জরুরি’ পরিস্থিতির কারণে ব্রিজটি বন্ধ করা হয়।
রাশিয়া সরকারের বরাত দিয়ে এক প্রতিবেদনে বিবিসি এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিজটি খুলে দেওয়া হলেও যানবাহনগুলোকে একটি লেন ব্যবহার করতে হচ্ছে।
রাতে ব্রিজ দিয়ে গাড়ি পার হচ্ছে এমন একটি ভিডিও পোস্ট করে রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী মারাত খুসনুলিন বলেছেন, আশা করি সেপ্টেম্বরের মাঝামাঝি নাগাদ দ্বিমুখী যানবাহন চলাচল শুরু করা সম্ভব হবে।
রাশিয়ার পরিবহন মন্ত্রণালয় বলছে, হামলায় সেতুটির ভিত্তি ক্ষতিগ্রস্ত হয়নি। শুধুমাত্র স্প্যানটি ফেটে গেছে।
গতকাল ক্রিমিয়া ব্রিজে ড্রোন হামলা চালানো হয়। হামলায় এক দম্পতি নিহত এবং তাদের মেয়ে আহত হয়েছে। এই হামলার জন্য রাশিয়া ইউক্রেনকে দায়ী করেছে।
এ ঘটনায় নিন্দা জানিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, রাশিয়ান সামরিক বাহিনী এর জবাব দেবে।
বাংলাদেশ সময়: ১০৩৪ ঘণ্টা, জুলাই ১৮, ২০২৩
এমএইচএস