ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

মহারাষ্ট্রে ভয়াবহ ভূমিধসে নিহত ১৬, শতাধিক আটকা 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৮ ঘণ্টা, জুলাই ২১, ২০২৩
মহারাষ্ট্রে ভয়াবহ ভূমিধসে নিহত ১৬, শতাধিক আটকা 

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের একটি গ্রামে ভয়াবহ ভূমিধস ঘটেছে। এই ঘটনায় ১৬ জনের প্রাণহানি ঘটেছে এবং আটকা পড়েছেন শতাধিক বাসিন্দা।

রাজ্যের রায়গড় জেলার ইরশালওয়াদি গ্রামে বুধবার রাতে এই ভূমিধস হয় এবং বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। ভারী বৃষ্টির কারণে বৃহস্পতিবার রাতে উদ্ধার কার্যক্রম স্থগিত রাখা হয়।

কর্মকর্তারা বলছেন, দুর্যোগের স্থানটি পাহাড়ের উপরের অংশে শনাক্ত করা হয়েছে। সেখানে পৌঁছাতে বেগ পেতে হচ্ছে, যা উদ্ধারকাজ বাধাগ্রস্ত করছে। মহারাষ্ট্র সরকার বলছে, প্রায় ১০৯ জন এখনো ধ্বংসাবশেষের নিচে আটকা রয়েছেন।

গত দুই সপ্তাহ ধরে ভারতের বেশ কয়েকটি রাজ্যে ভারী বৃষ্টিপাত হচ্ছে। এর ফলে বন্যা ও ভূমিধ্বসের মতো দুর্যোগ নেমে আসছে।

ভারতের আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী কয়েকদিন রায়গড় জেলাসহ মহারাষ্ট্রের বেশ কয়েকটি অংশে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে।

বুধবারের ভূমিধসটি যে গ্রামে হয়, সেটি পাহাড়ের ঢালে অবস্থিত। এলাকার ৫০টির মধ্যে প্রায় ১৭টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
 
প্রত্যক্ষদর্শীরা বিবিসি মারাঠিকে বলেন, স্থানীয় সময় রাত সাড়ে ১০টার দিকে ভূমিধসের ঘটনা ঘটে। এই ঘটনায় বেঁচে যাওয়া এক ব্যক্তি বলেন, মাটি হঠাৎ কেঁপে উঠল এবং আমরা আমাদের ঘর থেকে দৌড়ে বেরিয়ে পড়লাম।  

এই ব্যক্তি তার পরিবারের কয়েকজনকে হারিয়েছেন।  

আরেক ব্যক্তি বলেন, এখানে আগে কখনো ভূমিধস হয়নি। আমি কখনো ভাবিনি পাহাড়  ভেঙে পড়তে পারে।

এখনো অনেক লোক তাদের পরিবারের সদস্যদের খুঁজছেন।  

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে প্রত্যেক নিহতের পরিবারের জন্য পাঁচ লাখ রুপি সহায়তার ঘোষণা দিয়েছেন।  

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, জুলাই ২১ , ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।