ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১০ ঘণ্টা, জুলাই ২৫, ২০২৩
ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

জাপানের খুব কাছে সমুদ্রে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়া ও জাপান দুই দেশই এই খবরের সত্যতা স্বীকার করেছে।

প্রায় ৪০০ কিলোমিটার অতিক্রম করেছে ক্ষেপণাস্ত্র দুটি। জাপান ও কোরিয়ার মাঝে জাপান সাগরে গিয়ে পড়েছে দুটি ক্ষেপণাস্ত্রই। যুক্তরাষ্ট্র এই ঘটনার নিন্দা করেছে।

বেশ কয়েক বছরে উত্তর কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ক্রমশ খারাপ হয়েছে। মাঝে ডোনাল্ড ট্রাম্প সম্পর্কের উন্নতির চেষ্টা করলেও শেষ পর্যন্ত তা বেশিদিন কার্যকর হয়নি।  

উত্তর কোরিয়া একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে যাওয়ার ফলে যুক্তরাষ্ট্র গত সপ্তাহে কোরিয়া সাগরে একটি সাবমেরিন মোতায়েন করেছে। ওই সাবমেরিন থেকে পরমাণু অস্ত্র নিক্ষেপ করা যায়।  

তারই জবাবে ঠিক এভাবেই দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে প্রতিবাদ জানিয়েছিল উত্তর কোরিয়া। আবার সোমবার তা করা হলো।

বাংলাদেশ সময়: ২০০৯ ঘণ্টা, জুলাই ২৫, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।