ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

মেয়েদের ‘লাভ ইমোজি’ পাঠালে হতে পারে জেল-জরিমানা!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৬ ঘণ্টা, জুলাই ৩১, ২০২৩
মেয়েদের ‘লাভ ইমোজি’ পাঠালে হতে পারে জেল-জরিমানা!

ফেসবুক মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ বা অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে মেয়েদের লাভ ইমোজি পাঠানোকে অপরাধ হিসেবে গণ্য করে আইন করেছে মধ্যপ্রাচ্যের দু্ই দেশ কুয়েত ও সৌদি আরব।  

এখন থেকে বিষয়টিকে অশ্লীলতার প্ররোচনার অপরাধ কিংবা হয়রানি হিসেবে গণ্য হবে।

আর এ অপরাধ করলে কারাদণ্ড ভোগ করতে হবে। সঙ্গে গুণতে হবে বড় অঙ্কের জরিমানাও।

রোববার (৩০ জুলাই) কুয়েতি আইনজীবী হায়া আল সালাহির বরাতে এ তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ

সংবাদমাধ্যমটির ওই প্রতিবেদনে বলা হয়েছে, কুয়েতের ওই আইনজীবী জানিয়েছেন, মেয়েদের লাভ ইমোজি পাঠানোর অপরাধে যিনি দোষী সাব্যস্ত হবেন তাকে দুই বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হবে। এবং সর্বোচ্চ ২ হাজার কুয়েতি দিনার জরিমানা হতে পারে।

একইরকম আইন করেছে মধ্যপ্রাচ্যের আরেক দেশ সৌদি আরব।  

দেশটির সাইবার বিশেষজ্ঞরা জানিয়েছেন, সৌদির আইন অনুযায়ী, হোয়াটসঅ্যাপে লাভ ইমোজি পাঠানোর বিষয়টিকে ‘হয়রানি’ হিসেবে গণ্য করা হয়।  

সৌদির জালিয়াতি বিরোধী অ্যাসোসিয়েশনের সদস্য আল মোয়াতাজ কুতুবি বলেছেন, কেউ যদি অনলাইন আলাপচারিতার সময় এ ধরনের ইমোজি পাঠিয়ে ব্যক্তিকে বিরক্ত বা হয়রানি করে। আর  ব্যক্তি বিরক্ত হয়ে কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেন, তবে প্রমাণ সাপেক্ষে দোষীর দুই থেকে পাঁচ বছরের জেল হতে পারে। অথবা ১ লাখ রিয়াল জরিমানা গুণতে হতে পারে।

যদি কেউ এ অপরাধ বার বার করতে থাকেন তাহলে তার পাঁচ বছরের জেল সঙ্গে সর্বোচ্চ ৩ লাখ রিয়াল জরিমানা হতে পারে।

বাংলাদেশ সময়: ০৭৪৬ ঘণ্টা, জুলাই ৩১, ২০২৩
এসকেবি/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।