ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

রাশিয়ার সেই অফিস টাওয়ারে ফের ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫১ ঘণ্টা, আগস্ট ১, ২০২৩
রাশিয়ার সেই অফিস টাওয়ারে ফের ড্রোন হামলা

রাশিয়ার রাজধানী মস্কোতে একটি বহুতল ভবনে ড্রোন হামলা চালানো হয়েছে। স্থানীয় মেয়র সের্গেই সোবিয়ানিন জানিয়েছেন, শত্রুপক্ষের ড্রোন হামলায় গত সপ্তাহে একই ভবন (অফিস টাওয়ার) ক্ষতিগ্রস্ত হয়েছিল।

মেয়র জানিয়েছেন, এবারের হামলায় ভবনটির ২১ তলা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে, কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সর্বশেষ এই হামলার জন্য রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ইউক্রেনকে দায়ী করেছে। যদিও বরাবরের মতো এই বিষয়ে কোনো মন্তব্য করেনি কিয়েভ।

একটি সংক্ষিপ্ত বিবৃতিতে রাজধানী শহরের মেয়র সের্গেই সোবিয়ানিন বলেছেন, ১৫০ বর্গ মিটারের বেশি গ্লেজিং ধ্বংস হয়ে গেছে। জরুরি সেবাগুলো ঘটনাস্থলে কাজ করছে।

এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মস্কো অঞ্চলে বিমান বিধ্বংসী ব্যবস্থার মাধ্যমে দুটি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে।

ড্রোনগুলো ‘ইলেকট্রনিক ওয়্যারফেয়ারের মাধ্যমে দমন করা হয়’। এ ঘটনায় কেউ আহত হয়নি।

রাশিয়ার সংবাদ সংস্থাগুলো জানিয়েছে, মস্কোর ভনুকোভো বিমানবন্দর সাময়িক বন্ধ করে দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১০৫১ ঘণ্টা, আগস্ট ০১, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।