রাজধানী মস্কোর দিকে আসা দুটি সশস্ত্র ড্রোন গুলি করে ভূপাতিত করেছে রাশিয়া।
শহরের মেয়র সের্গেই সোবিয়ানিন এ তথ্য নিশ্চিত করেছেন বলে জানিয়েছে আল জাজিরা।
বুধবার (৯ আগস্ট) ভোরে মস্কোর বলেন, একটি ড্রোন শহরের দক্ষিণ উপকণ্ঠে ডোমোদেডোভো এলাকায় ভূপাতিত করা হয়েছে। দ্বিতীয়টি রাজধানীর পশ্চিমে মিনস্ক হাইওয়ে এলাকায় গুলি করে ভূপাতিত করা হয়েছিল।
টেলিগ্রামে তিনি জানান, বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ড্রোনগুলো ভূপাতিত করা হয়।
মেয়র বলেন, ভূপাতিত করা ড্রোনগুলোর বিষয়ে এই মুহূর্তে কোনো তথ্য নেই। তবে জরুরি পরিষেবাগুলো কাজ করছে।
ঘটনার সত্যতা জানিয়ে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাস নিউজ জানিয়েছে, বুধবার ড্রোন হামলার চেষ্টা করা হয়েছিল। ধারণা করা হচ্ছে সেগুলো ইউক্রেনীয় ড্রোন। এক সপ্তাহের মধ্যে মস্কোতে ড্রোন হামলার এটি তৃতীয় চেষ্টা।
বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, আগস্ট ০৯, ২০২৩
এমএইচএস