কানাডার অটোয়ায় একটি বিয়ের অনুষ্ঠানে বন্দুক হামলায় ২ যুবক নিহত হয়েছেন। স্থানীয় সময় গত শনিবার (২ সেপ্টেম্বর) রাতে গিবফোর্ড ড্রাইভের একটি কনভেনশন সেন্টারে এ হামলার ঘটনা ঘটে।
ওই ভেন্যুতে একই সঙ্গে দুটি বিয়ের আয়োজন করা হয়েছিল।
জানাযায়, হঠাৎ গোলাগুলির শব্দ শুনে সেখানে আসা অতিথিরা আতঙ্কিত হয়ে পড়েন। অনেকে দৌড়ে নিরাপদ আশ্রয় খোঁজার চেষ্টা করেন।
এক প্রতক্ষদর্শী বার্তা সংস্থা এএফপিকে বলেন, হঠাৎ হট্টগোল শুরু হয়ে যায়। যে যার মতো দৌড়াচ্ছে, কিন্তু কোথায় যাচ্ছে তার ঠিক নেই। এই সময় খুব দ্রুত গুলি চালানো হয়। লোকজন ভয়ে-আতঙ্কে চিৎকার করছিল। কিছুক্ষণ বিরতি দিয়ে আবারও গুলি চালানো হয়। ১৫ থেকে ১৬টি গুলির শব্দ শুনতে পেয়েছি আমি।
অটোয়া পুলিশ জানিয়েছে, গুলিবিদ্ধ হয়ে নিহত দুই যুবকের একজন ২৬ বছর বয়সী সাইদ মোহাম্মদ আলী, অন্যজনের ২৯ বছর বয়সী আবদিশাকুর আবদি-দাহির। তারা টরন্টো থেকে এসেছিলেন। আহত ৬ জনের মধ্যে মার্কিন নাগরিক রয়েছেন।
বাংলাদেশ সময়: ১০২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০২৩
এম এম