ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মাওবাদীদের হাতে ৫ বছরে নিহত ১০ হাজারের বেশি

রক্তিম দাশ, কলকাতা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৯ ঘণ্টা, জুন ২৯, ২০১০

কলকাতা: ভারতে গত পাঁচ বছরে মাওবাদীদের হাতে ১০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। এর মধ্যে রয়েছেন আধা সামরিক বাহিনীর জওয়ান, বিভিন্ন রাজ্যের পুলিশ ও সাধারণ মানুষ।



ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

এ তথ্য অনুযায়ী, ২০০৫ থেকে ২০১০ এর মে মাস পর্যন্ত সরকারি হিসাব অনুযায়ী অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা ও পশ্চিমবঙ্গে মাওবাদীদের আক্রমণে নিহত হয়েছেন ১০ হাজার ২৬৮ জন।

এর মধ্যে, ২০০৫-এ ১৯৫২ জন, ২০০৬-এ ১৯৯৯ জন, ২০০৭-এ ১৭৩৭ জন, ২০০৮-এ ১৭৬৯ জন ও ২০০৯-এ ২৩৭২ জন নিহত হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, জুন ২৯, ২০১০
আরডি/কেএল

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।