ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

নিপাহ ভাইরাসে মৃত্যুর হার ৭০ শতাংশ: আইসিএমআর

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২৩
নিপাহ ভাইরাসে মৃত্যুর হার ৭০ শতাংশ: আইসিএমআর

ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) এক সমীক্ষা থেকে জানিয়েছে, করোনাভাইরাসে আক্রান্তদের তুলনায় নিপাহ ভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের মৃত্যুর হার অনেক বেশি।

শনিবার (১৬ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

খবরে বলা হয়, আইসিএমআর দাবি করেছে করোনাভাইরাসের ২-৩ শতাংশের তুলনায় নিপাহ ভাইরাসে মৃত্যুর হার ৪০-৭০ শতাংশের মধ্যে রয়েছে।

দক্ষিণ ভারতের রাজ্য কেরালায় নিপাহ ভাইরাসে আক্রান্ত বাড়ার মধ্যেই এ খবর দিলো আইসিএমআর।

কেরালায় এখন পর্যন্ত এক হাজার ৮০ জন নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়েছে। এনডিটিভি বলছে, আক্রান্তদের মধ্যে ৩২৭ জন স্বাস্থ্যকর্মী রয়েছেন।

কেরালায় নিপাহ ভাইরাসের প্রাদুর্ভাব ও উচ্চ মৃত্যুর হার ঠেকাতে ভ্যাকসিন তৈরির কাজ শুরু করবে বলে পরিকল্পনা করছে আইসিএমআর।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) আইসিএমআর প্রধান রাজিব বাহুল বলেছেন, আমরা মনোক্লোনাল অ্যান্টিবডির ২০ ডোজ সরবরাহ করতে অস্ট্রেলিয়ার প্রতি আহ্বান জানিয়েছি। ২০১৮ সালে অস্ট্রেলিয়া থেকে মনোক্লোনাল অ্যান্টিবডির কিছু ডোজ পেয়েছিলাম। কেবল ১০ জন রোগীর এই ডোজ রয়েছে। ভারতের বাইরে নিপাহ ভাইরাসে আক্রান্ত ১৪ জন মনোক্লোনাল অ্যান্টিবডি চিকিৎসা গ্রহণের পর সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন বলেও তিনি জানান।

বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২৩
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।