ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

কঙ্গোর উত্তর-পশ্চিমাঞ্চলে ভূমিধসে ১৭ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২৩
কঙ্গোর উত্তর-পশ্চিমাঞ্চলে ভূমিধসে ১৭ জনের প্রাণহানি

মূষলধারে বৃষ্টিতে গণতান্ত্রিক প্রজাতান্ত্রিক কঙ্গোর উত্তর-পশ্চিমাঞ্চলে ভূমিধসে অন্তত ১৭ জনের প্রাণহানি ঘটেছে। কর্তৃপক্ষ বলছে, এই সংখ্যা বাড়তে পারে।

খবর আল জাজিরা।

রোববার মোঙ্গালা প্রদেশে কঙ্গো নদীর ধারে লিসাল শহরে এই দুর্ঘটনা ঘটে বলে জানান, নাগরিক সমাজের সংগঠন ফোর্সেস ভাইবসের প্রেসিডেন্ট ম্যাথিউ মোলে। ভুক্তভোগীরা পাহাড়ের পাদদেশে তৈরি বাড়িতে বসবাস করতেন।

একই দিন তিনি বলেন, মুষলধারে বর্ষণ অনেক ক্ষতি করেছে। এর মধ্যে ভূমিধসের ঘটনাও রয়েছে। ভূমিধস কয়েকটি বাড়ি গ্রাস করেছে। এখনও ধ্বংসস্তূপের নিচে মরদেহ থাকায় মোট সংখ্যা এখনো স্থির নয়।  

গভর্নর সেজার লিম্বাইয়া এমবাঙ্গিসা বলেন, ধ্বংসাবশেষ সরাতে এবং বেঁচে যাওয়াদের বাঁচানোর জন্য যন্ত্রপাতির প্রয়োজন ছিল।

গভর্নর নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং প্রদেশজুড়ে তিন দিনের শোক ঘোষণা করেছেন।  

জাতিসংঘের জলবায়ু বিশেষজ্ঞরা বলেছেন, দারিদ্র্য এবং দুর্বল অবকাঠামো এই অঞ্চলের জনগোষ্ঠীকে চরম আবহাওয়া যেমন ভারী বৃষ্টিপাতের মতো পরিস্থিতিতে আরও ঝুঁকির দিকে ঠেলে দিয়েছে। জলবায়ু পরিবর্তনের কারণে এই ধরনের আবহাওয়া আফ্রিকায় আরও তীব্র হয়ে উঠছে।

বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।