ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

নেদারল্যান্ডসে ফের কোরআন অবমাননা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২৩
নেদারল্যান্ডসে ফের কোরআন অবমাননা ছবি: সংগৃহীত

নেদারল্যান্ডসে ফের মুসলমানদের পবিত্র গ্রন্থ কোরআনের একটি কপি ছিঁড়েছেন পেজিদা নামে একটি সংগঠনের এক নেতা। মুসলিম বিদ্বেষী এ সংগঠনের ওই নেতার নাম এদুইন ভেগেনসভালদ।

শনিবার (২৩ সেপ্টেম্বর) দেশটির তুরস্ক দূতাবাসের সামনে এ ঘটনা ঘটে।  

নেদারল্যান্ডসের হেগে এর আগেও পাকিস্তান, ইন্দোনেশিয়া ও ডেনমার্কের দূতাবাসের সামনে কোরআনের কপি ছিঁড়ে ইসলাম ও মুসলমানদের অপমান করেছেন মুসলমান বিদ্বেষী ওই নেতা।

তুরস্ক দূতাবাসের সামনে ঘটে যাওয়া ঘটনার সময় ওই ব্যক্তি কোরআনের পাতায় পা দিয়ে পদদলিতও করেন।

চলতি বছরের ২৮ জুন সুইডেনের রাজধানী স্টকহোমে কেন্দ্রীয় মসজিদের সামনে কোরআন শরিফ পোড়ানোর ন্যাক্কারজনক ঘটনা ঘটান ইরাক থেকে আসা অভিবাসী সলমন মোমিকা নামে এক ব্যক্তি। দেশটির আদালতের অনুমতির পর ঈদুল আজহার দিনে কোরআন শরিফ পোড়ানো হয়।  

ওই ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে। মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশ কোরআন অবমাননার ঘটনায় নিন্দা প্রকাশ করে।

সুইডেনের প্রধানমন্ত্রী উল্ফ ক্রিস্টারসন বলেন, এ ঘটনা আইনগতভাবে বৈধ হলেও অনুচিত।

সূত্র: আনাদোলু এজেন্সি

বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।