ঢাকা, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩১, ১১ মে ২০২৪, ০২ জিলকদ ১৪৪৫

আন্তর্জাতিক

১৫ হাজার ডলারে সন্তান বিক্রির চেষ্টা, বাবা গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১০ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২৩
১৫ হাজার ডলারে সন্তান বিক্রির চেষ্টা, বাবা গ্রেপ্তার

একজন বাবাকে গ্রেপ্তার করেছে ইরাকি গোয়েন্দা সংস্থা। তার বিরুদ্ধে অভিযোগ তিনি নিজের ৬দিনের শিশু সন্তানকে অনলাইনে ১৫ হাজার ডলারে বিক্রি করার চেষ্টা করছিলেন।

এ সময় তিনি একটি আইফোনও বিক্রির চেষ্টা করেন।

ওই গোয়েন্দা সংস্থার প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, অভিযুক্ত বাবার বিরুদ্ধে অভিযান চালিয়ে কিভাবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

ভিডিও ফুটেজে আরও দেখা গেছে, অভিযুক্ত বাবা টাকার বিনিময়ে তার শিশুকে হস্তান্তরের চেষ্টা করছেন। ঠিক ওই সময় গোয়েন্দা সংস্থার সদস্যরা তাকে হাতেনাতে গ্রেপ্তার করেন।  

অভিযুক্ত বাবা জানান, হতাশার কারণেই নিজের শিশু সন্তানকে ১৫ হাজার ডলারে বিক্রি করতে রাজি হন। এর বাইরে বিস্তারিত কিছু তিনি জানাতে পারেননি।

আইনি ব্যবস্থা নেওয়ার জন্য ওই বাবাকে বিচার বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

সূত্র: গালফ নিউজ

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।