ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইসরায়েল সরকারকে ফ্যাসিবাদী বলা সেই এমপি বরখাস্ত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৮ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২৩
ইসরায়েল সরকারকে ফ্যাসিবাদী বলা সেই এমপি বরখাস্ত ইসরায়েলের বামপন্থী দলের এমপি ওফার ক্যাসিফ

ইসরায়েল সরকারকে ফ্যাসিবাদী সরকার বলা ইসরায়েলি সংসদ সদস্য ওফার ক্যাসিফকে বরখাস্ত করা হয়েছে।  

যুদ্ধবিরোধী অবস্থান নেওয়াসহ ইসরায়েলের বিরুদ্ধে বক্তব্যের কারণে তাকে বরখাস্ত করা হয়েছে বলে এক প্রতিবেদনে নিশ্চিত করেছে ইসরায়েল ন্যাশনাল নিউজ।

 

এছাড়া তার দুই সপ্তাহের বেতন কাটা হয়েছে বলে জানানো হয়েছে।

ওফার ক্যাসিফ ইসরায়েলের বামপন্থী রাজনৈতিক দল হাদাশের অন্যতম সমস্য। ১২০ সদস্যের নেসেটে হাদাশের চারটি আসন রয়েছে।

ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট বলছে, ওফার ক্যাসিফকে ৪৫ দিনের জন্য বরখাস্ত করা হয়েছে।

কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে প্রকাশ, গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার পর এক সাক্ষাৎকারে এজন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে অভিযুক্ত করেন ওফার ক্যাসিফ।

তার সেই সাক্ষাৎকারকে ইসরায়েলবিরোধী হিসেবে বিবেচিত করে তাকে বরখাস্ত করার পক্ষে ভোট দেয় ইসরায়েলি পার্লামেন্টের এথিকস প্যানেল বা নীতিশাস্ত্র প্যানেল।

হামাসের হামলার মধ্যেই ইসরায়েল সরকার ও নেতানিয়াহুর কড়া সমালোচনা করেন ওফার ক্যাসিফ।

নেতানিয়াহু ইসরায়েলিদের মঙ্গল চান না ও ইসরায়েল সরকারকে ফ্যাসিবাদী সরকার বলে মন্তব্য করে তিনি বলেছিলেন, নেতানিয়াহুর সরকার যদি ফিলিস্তিনিদের প্রতি তার নীতি পরিবর্তন না করে তবে পরিস্থিতি ‘ভয়াবহ’ হবে।  

ক্যাসিফের ভাষ্য, আমরা ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের ওপর যে কোনো হামলার বিরোধিতা করি।  

ক্যাসিফ দাবি করেছিলেন যে, ‘ফ্যাসিবাদী পরিকল্পনা বাস্তবায়ন করতে’ গাজায় হামলা চালাচ্ছেন ইসরায়েল অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ।

বাংলাদেশ সময়: ১১৩৪ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।