ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পৃথিবীর আলো দেখল ২০ বছরের সংরক্ষিত ভ্রুণ!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১১ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১০
পৃথিবীর আলো দেখল ২০ বছরের সংরক্ষিত ভ্রুণ!

নিউইয়র্ক: প্রায় ২০ বছর ধরে হিমায়িত অবস্থায় সংরক্ষিত ছিলো এমন ভ্রুণ থেকে একটি সুস্থ শিশুর জন্ম দিয়েছেন ৪২ বছর বয়স্ক এক নারী। বিজ্ঞানভিত্তিক পত্রিকা ফার্টিলিটি এবং স্টেরিলিটি এই তথ্য জানিয়েছে।



শিশুটির মা ১০ বছর ধরে ভার্জিনিয়ার মেডিকেল স্কুলে চিকিৎসাধীন ছিলেন বলে তার চিকিৎসক সার্জিও ইহনিগার জানিয়েছেন। গত মে মাসে শিশুটির জন্ম হয়। জন্মের আগে ১৯ বছর ৭ মাস ফ্রিজে থাকে ভ্রুণটি। নাম প্রকাশ না করে এক দম্পতি নিজেদের চিকিৎসা কেন্দ্রে ভ্রুণটি দান করেছিলেন।

ওই নারীর গর্ভে পাঁচটি ভ্রুণ স্থাপন করা হয়। এর মধ্যে দুটি টিকে থাকে এবং একটি সফলভাবে শিশু আকারে জন্মগ্রহণ করে।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৪৫৭, অক্টোবর ১২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।