ঢাকা, বুধবার, ২০ কার্তিক ১৪৩১, ০৬ নভেম্বর ২০২৪, ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধে না জড়াতে ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের অনুরোধ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৭ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২৩
হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধে না জড়াতে ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের অনুরোধ

গাজায় চলমান যুদ্ধের মধ্যেই ইসরায়েল-লেবানন সীমান্তে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়েছে। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এবং ইসরায়েলি সেনাদের মধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনাও বাড়ছে।

এই পরিস্থিতিতে লেবাননে হিজবুল্লাহর ওপর আক্রমণ শুরু করতে ইসরায়েলি নিরাপত্তা সংস্থাগুলো দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে চাপ দিয়ে আসছে। কিন্তু দুই ফ্রন্টে যুদ্ধ শুরু হলে বড় আঞ্চলিক সংঘাতের আশঙ্কা করছে যুক্তরাষ্ট্র। সেজন্য তারা এর তীব্র বিরোধিতার করে যাচ্ছে।

তেলআবিব সফরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও দেশটির প্রতিরক্ষা কর্মকর্তারা ইসরায়েলি কর্তৃপক্ষকে হিজবুল্লাহ মিলিশিয়াদের ওপর হামলার ঝুঁকি না নেওয়ার আহ্বান জানান। ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকও সংঘাতের বিস্তাররোধে নেতানিয়াহুকে অনুরোধ জানিয়েছেন। নেতানিয়াহু শেষ পর্যন্ত তাদের অনুরোধে সম্মত হয়েছেন।  

৮ অক্টোবর হামাসের হামলার পর ইসরায়েল গাজায় পাল্টা আঘাত করে। তারপর থেকে লেবাননভিত্তিক হিজবুল্লাহ ইহুদি বসতিগুলোতে হামলা চালিয়েছে, যার ফলে কিরিয়াত শমোনা শহরসহ উত্তর সীমান্ত থেকে ইসরায়েলিদের সরিয়ে নেওয়া হয়েছে।  

হিজবুল্লাহর আক্রমণের হুমকির কারণে তাদের ক্ষেপণাস্ত্র মজুদাগারে হামলার জন্য চাপ দিয়ে আসছে ইসরায়েলি নিরাপত্তা সংশ্লিষ্টদের একটি অংশ।

একজন সিনিয়র ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তা সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে বলেন, আমাদের নজর গাজায় নিবদ্ধ রাখতে চাই এবং সেখানে কাজ শেষ করতে চাই। কিন্তু আমরা উত্তর ইসরায়েলি জনগণের কাছ থেকে অনেক চাপ পাচ্ছি, লোকেরা বলছে- আমরা উত্তর সীমান্তে থাকতে পারি না, হিজবুল্লাহ আমাদের থেকে ১০০ মিটারেরও দূরত্বে বসে আছে এবং তারা কয়েক মিনিটের মধ্যে বর্ডার লাইন অতিক্রম করে আমাদের হত্যা করতে পারে।

পশ্চিমা সংবাদমাধ্যমের খবর বলছে, মার্কিন কর্মকর্তারা আরব দেশগুলোর মধ্যস্থতায় হিজবুল্লাহ এবং ইরানের সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করছেন। লেবানন সীমান্তে এবং গাজার দক্ষিণে তাদের কর্মকাণ্ড যেন হিজবুল্লাহকে যুদ্ধে প্রবেশ করতে সহজ অজুহাত উপহার না দেয় সেদিকে খেয়াল রাখতেও ইসরায়েলকে তারা পরামর্শ দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২৩
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।