ঢাকা, বুধবার, ২০ কার্তিক ১৪৩১, ০৬ নভেম্বর ২০২৪, ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সাম্প্রতিক হামলায় গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৪৩৬, আরও মৃত্যুর খবর

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫২ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২৩
সাম্প্রতিক হামলায় গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৪৩৬, আরও মৃত্যুর খবর

উত্তর গাজার আল-শাতি শরণার্থী শিবির এবং দক্ষিণ খান ইউনিসে ইসরায়েলের সাম্প্রতিক হামলায় নারী ও শিশুসহ অন্তত ৪৩৬ ফিলিস্তিনি নিহত হয়েছে। গতকাল এ সংখ্যা ছিল ৪০০।

গাজার ইন্টেরিয়র মিনিস্ট্রি সর্বশেষ হামলায় আরও ১০ জনের নিহত হওয়ার খবর জানিয়েছে।

ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা-এর তথ্য মতে, গত ২৪ ঘণ্টার বেশি সময়ে নির্মমভাবে খুন হওয়া মোট ফিলিস্তিনির মধ্যে ১৮২টি শিশু রয়েছে যাদের বেশিরভাগই ছিল দক্ষিণ গাজায়।  

সংস্থাটি জানায়, ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ৫,০৮৭ ফিলিস্তিনি নিহত হয়েছে, যার মধ্যে ২,০৫৫ শিশু, ১,১১৯ জন মহিলা এবং ২১৭ জন বয়স্ক ব্যক্তি রয়েছে। একই সময়ে ইসরায়েলে ১,৪০০ জনেরও বেশি লোক নিহত হয়েছে।

এদিকে, ৭ অক্টোবর থেকে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের আগ্রাসনে ৯৫ জন প্রাণ হারিয়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনী গত ২৪ ঘণ্টায় গাজা উপত্যকায় ৩২০টিরও বেশি ‘সামরিক লক্ষ্যবস্তুতে’ আঘাত করেছে বলে দাবি করেছে।

চলমান ইসরায়েলি আগ্রাসন বন্ধ করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যর্থতার পরিপ্রেক্ষিতে, অনেকে বলেছেন যে গাজায় ধ্বংসাত্মক মৃত্যুর সংখ্যা ফিলিস্তিনিদের গণহত্যার সমান।

ফিলিস্তিনিদের বিরুদ্ধে উদ্বেগজনক নিপীড়ন এবং বিদ্যুৎ, জ্বালানি, পানি ও খাদ্যসহ তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হওয়ার মধ্যেও জাতিসংঘ বারবার একটি যুদ্ধবিরতির আহ্বান জানিয়েও পশ্চিমাদের বাদার মুখে সেই প্রস্তাব পাস করতে ব্যর্থ হয়েছে। খবর আল জাজিরা।  

 

বাংলাদেশ সময়: ০৯৫২ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২৩

এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।