ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভিয়েতনামের নয় জেলেকে মুক্তি দিয়েছে চীন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২০ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১০

হ্যানয়: বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগর থেকে আটককৃত ভিয়েতনামের নয় জেলেকে মুক্তি দিয়েছে চীন। এক মাস আটকে রাখার পর তাদের মুক্তি দেওয়া হলো বলে ভিয়েতনামের প্রতিরক্ষামন্ত্রী ফুং কুয়াং থান মঙ্গলবার জানিয়েছেন।



নিঃশর্তভাবে তাদের মুক্তি দেওয়া হয় এবং এটা চীনের স্বদিচ্ছারই একটি বহিঃপ্রকাশ বলেও মন্তব্য করেন থানাহ।

আঞ্চলিক প্রতিরক্ষমন্ত্রীদের চলমান সম্মেলনে থান সাংবাদিকদের বলেন, ‘আমি একে স্বাগত জানাচ্ছি। ’

উল্লেখ্য, দক্ষিণ চীন সাগর চলমান সম্মেলনের প্রধান আলোচ্য বিষয়।

এদিকে গত সপ্তাহে আটক করা জেলে নৌকা এবং এর নাবিকদের মুক্তির আহ্বান জানায় ভিয়েতনাম। দক্ষিণ চীন সাগরের প্যারাসেলস দ্বীপপুঞ্জ থেকে মাছ ধরার সময় নৌকা ও এর নাবিকদের আটক করা হয়।

চীন ও ভিয়েতনাম উভয়েই এ দ্বীপপুঞ্জটি নিজেদের বলে দাবি করে থাকে। এটিসহ আরও দক্ষিণের ¯প্রাটলেইস দ্বীপপুঞ্জের নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধে জড়িয়ে আছে দেশ দুটি ।

একইসঙ্গে তাইওয়ানসহ আসিয়ানের সদস্য দেশ ফিলিপাইন, মালেশিয়া এবং ব্রুনেইও দ্বীপপুঞ্জ দুটি নিজেদের বলে দাবি করে থাকে।

এদিকে এশিয়ার জলসীমায় এলাকা বিষয়ক বিরোধ আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকী বলে আঞ্চলিক সম্মেলনে সতর্ক করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস।

কিন্তু চীনের সেনা শক্তি বৃদ্ধি পুরোপুরি আত্মরক্ষামূলক বলে আশ্বস্ত করেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী লিয়াং গুয়াংলি।

বাংলাদেশ স্থানীয় সময়: ২২০৮ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।