ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মানবিক মূল্যবোধকে চূর্ণবিচূর্ণ করে দিয়েছে ইসরায়েল: এরদোয়ান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৭ ঘণ্টা, নভেম্বর ৯, ২০২৩
মানবিক মূল্যবোধকে চূর্ণবিচূর্ণ করে দিয়েছে ইসরায়েল: এরদোয়ান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠান, প্রার্থনা কেন্দ্রগুলোয় বোমা হামলা চালিয়ে সমস্ত মানবিক মূল্যবোধকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে ইসরায়েল।

গাজার জন্য ১০টি বিমানে সহায়তা পাঠানোর ঘোষণার পর এ মন্তব্য করেন এরদোয়ান।

বুধবার (৯ নভেম্বর) আল জাজিরার লাইভ আপডেট প্রোগ্রামে এ তথ্য জানানো হয়।

তুর্কি প্রেসিডেন্ট বলেন, ইসরায়েলি বাহিনী বিরামহীন হামলা চালাচ্ছে গাজায়। গত ৭ অক্টোবর থেকে অঞ্চলটিতে দশ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৭৩ শতাংশ নারী ও শিশু।

স্কুল, মসজিদ, গির্জা, হাসপাতালে বোমা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। তারা সমস্ত মানবিক মূল্যবোধকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে।

তিনি জানান, সহায়তায় গাজার জন্য মিশরের এল আরিশ বিমানবন্দরে ২৩০ টন মানবিক সহায়তা পাঠাচ্ছেন। এসব সহায়তা সরবরাহে ১০টি বিমান ব্যবহার করা হচ্ছে।

এদিকে, এক মাস আগে শুরু হওয়া সংঘাতে ইসরায়েল ও হামাস উভয়ই যুদ্ধাপরাধ করেছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। গাজা-মিশরের রাফাহ ক্রসিং পরিদর্শনের সময় এ মন্তব্য করেন তিনি।

তুর্ক বলেন, গত ৭ অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলো দ্বারা সংঘটিত নৃশংসতা ছিল জঘন্য, সেগুলো ছিল যুদ্ধাপরাধ- জিম্মিদের অব্যাহত রাখা। ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের ওপর ইসরায়েল কর্তৃক সম্মিলিত শাস্তিও একটি যুদ্ধাপরাধ- যেমন বেসামরিক লোকদের বেআইনিভাবে জোরপূর্বক সরিয়ে নেওয়া।

রাফাহ সীমান্তকে  ‘লাইফলাইন’ আখ্যা দিয়ে তিনি আরও বলেন, অঞ্চলটিকে অন্যায়ভাবে, আক্রোশজনকভাবে সরু করে ফেলা হয়েছে। ইসরায়েলি বোমা হামলায় গাজায় অনেক নারী ও শিশুসহ ১০ হাজার ৫০০ জনেরও বেশি নিহত হয়েছে। নিহত হয়েছে ১৪০০ ইসরায়েলি; ২৪০ জনকে জিম্মি করা হয়েছে। জরুরি পরিস্থিতি বিবেচনায় দুই পক্ষকে যুদ্ধবিরতিতে একমত হওয়া প্রয়োজন।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার বলেন, ইসরায়েল-গাজায় মানবাধিকারের অপরিহার্যতা তিনটি- গাজায় পর্যাপ্ত মানবিক সহায়তা দেওয়া, জিম্মিদের মুক্তি ও দখলদারিত্বের টেকসই অবসান হওয়া। আমরা একটি গিরি থেকে নিচে পড়ে গেছি, যা চলতে পারে না। এক পক্ষের কর্ম অন্য পক্ষের কর্মকে নিষ্কৃতি দেয় না।

গত ৫৬ বছরের দখলদারিত্বের প্রেক্ষাপটে গাজা, ইসরায়েল, পশ্চিম তীর তো বটেই- আঞ্চলিকভাবেও আমরা সবচেয়ে বিপজ্জনক পরিস্থিতির মুখোমুখি বলে মন্তব্য করেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক।

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, নভেম্বর ৯, ২০২৩
এমজে/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ