ঢাকা, শনিবার, ১২ শ্রাবণ ১৪৩১, ২৭ জুলাই ২০২৪, ২০ মহররম ১৪৪৬

আন্তর্জাতিক

গাজা যুদ্ধে ৬১ সাংবাদিক নিহত, নিখোঁজ ৩ 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০২৩
গাজা যুদ্ধে ৬১ সাংবাদিক নিহত, নিখোঁজ ৩ 

গাজা যুদ্ধে অন্তত ৬১ সাংবাদিক নিহত হয়েছেন। গত ৭ অক্টোবর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত সময়ে এই সাংবাদিকদের মধ্যে ৫৪ জন ফিলিস্তিনি, চারজন ইসরায়েলি ও তিনজন লেবানিজ।

কমিউনিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে) তথ্য থেকে আরও জানা যায়, এই সময়ে ১১ সাংবাদিক আহত ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে এবং তিনজন সাংবাদিক এখনও নিখোঁজ।

সিপিজে আরও জানিয়েছে, সংস্থাটি আরও সাংবাদিকদের হত্যা, নিখোঁজ বা হুমকি সংক্রান্ত অসংখ্য অসমর্থিত প্রতিবেদনের তদন্ত করছে।

গত দেড় মাসের বেশি সময় ধরে যুদ্ধ চলার পর জিম্মি-বন্দি বিনিময় এবং গাজায় মানবিক ত্রাণ প্রবেশের সুযোগ দিতে ২৫ নভেম্বর সাময়িক যুদ্ধবিরতি চুক্তি করে ইসরায়েল এবং গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস। সেই বিরতি শেষ হয় শুক্রবার। ৭ দিন যুদ্ধবিরতি শেষে গাজা উপত্যকায় ইসরায়েলি স্থল ও বিমান বাহিনী অভিযান শুরুর প্রথম দিনে সেখানে নিহত হয়েছেন মোট ১৮০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

বাংলাদেশ সময়: ১০৪৩ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০২৩
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।