ঢাকা, শনিবার, ১২ শ্রাবণ ১৪৩১, ২৭ জুলাই ২০২৪, ২০ মহররম ১৪৪৬

আন্তর্জাতিক

ফ্রান্সে ছুরিকাঘাতে জার্মান পর্যটক নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৩ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০২৩
ফ্রান্সে ছুরিকাঘাতে জার্মান পর্যটক নিহত

ফ্রান্সের আইফেল টাওয়ারের কাছে একজন জার্মান পর্যটককে ছুরি মেরে হত্যা করা হয়েছে। এই ঘটনায় আরও ২ জন আহত হয়েছেন।

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানিন জানিয়েছেন,  হামলার ঘটনায় অভিযুক্ত ২৬ বছর বয়সী এক ফরাসি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।  

জেরাল্ড জানান, ২০১৬ সালে আরও একটি হামলার পরিকল্পনার দায়ে এই ব্যক্তির চার বছরের কারাদণ্ড হয়েছিল। তিনি ফরাসি নিরাপত্তা সংস্থার নজরদারির তালিকায় ছিলেন। তার মানসিক সমস্যা থাকার কথাও জানা যায়।

তিনি আরও বলেন, ওই ব্যক্তি ‘আল্লাহু আকবর’ বলে চিৎকার করেছিলেন। তিনি পুলিশকে বলেছেন, আফগানিস্তান ও ফিলিস্তিনে অনেক মুসলমান মারা যাওয়ার ঘটনায় তিনি ক্ষুব্ধ ছিলেন।  

সামাজিক যোগাযোগ মাধ্যমে ফরাসি প্রধানমন্ত্রী এলিজাবেথ বোর্ন লিখেছেন, আমরা সন্ত্রাসবাদের কাছে হার মানব না।

 

বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০২৩

এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।