ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

কার্বন নিঃসরণ কমাতে পরমাণু বিদ্যুৎ উৎপাদন ৩ গুণ করার অঙ্গীকার রাশিয়ার

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৬ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০২৩
কার্বন নিঃসরণ কমাতে পরমাণু বিদ্যুৎ উৎপাদন ৩ গুণ করার অঙ্গীকার রাশিয়ার

ঢাকা: জলবায়ু পরিবর্তনজনিত সংকট মোকাবিলায় কার্বন নিঃসরণ কমাতে ২০৫০ সাল নাগাদ পরমাণু বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা তিন গুণ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে পারমাণবিক শক্তি ধর শীর্ষস্থানীয় দেশগুলো ৷ এই লক্ষ্য অর্জনে সহযোগিতা এবং এই সময়ে নিজেদের সক্ষমতাও তিন গুণ করার অঙ্গীকার করেছে রাশিয়া৷ 

বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ ২৮) ‘কপ ২৮ এক ইভেন্টে এ উদ্যোগ ও ব্যক্ত করা হয় ৷

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) রোসাটমের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জনানো হয়েছে৷

এতে বলা হয়, ওয়ার্ল্ড নিউক্লিয়ার অ্যাসোসিয়েশনের আমন্ত্রনে রুশ রাষ্ট্রীয় পরমাণু শক্তি করপোরেশন রোসাটম ‘নেট জিরো পারমাণবিক শিল্প অঙ্গীকার’ এ যুক্ত হয়েছে।  

পারমাণবিক শক্তি ক্ষেত্রে শীর্ষস্থানীয় দেশগুলোর নেতৃত্বে গৃহীত এই উদ্যোগে ২০৫০ সাল নাগদ বিশ্বে পরমাণু শক্তি উৎপাদন সক্ষমতা বর্তমানের তুলনায় তিন গুণ বাড়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

 

এই উদ্যোগে দূষণমুক্ত, লো-কার্বন, বিদ্যুৎ উৎপাদন এবং জলবায়ু পরিবর্তনজনিত সংকট মোকাবিলায় পারমাণবিক শক্তির ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে।
বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ ২৮) ‘কপ ২৮ এটম ফর নেট জিরো: পারমাণবিক শক্তির বিস্তার ত্বরান্বিত করণ’ শীর্ষক ইভেন্টে সব সরকার, বহুমুখী উন্নয়ন ব্যাংকগুলো এবং বিশ্ব ব্যাংকের প্রতি এই মর্মে আহ্বান জানানো হয়েছে যেন তারা অন্যান্য দূষণমুক্ত এনার্জির মতো সমানভাবে পারমাণবিক শক্তির ক্ষেত্রেও জলবায়ু অর্থায়ন নিশ্চিত করেন। পারমাণবিক শিল্পে অর্থায়ন জলবায়ু সংকট নিরসনে সারা বিশ্বে পরমাণু শক্তির উৎপাদন বাড়াতে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে।

রোসাটমের প্রথম উপ-মহাপরিচালক কিরিল কামারভ এ প্রসঙ্গে বলেন, জলবায়ু পরিবর্তন সংকট মোকাবিলাকে রোসাটম গুরুত্ব সহকারে বিবেচনা করে। ব্যাপক ডিকার্বনাইজেশনের জন্য পারমাণবিক শক্তি একটি পরীক্ষিত, দ্রুত এবং টেকসই সমাধান। নেট জিরো নিউক্লিয়ার ইন্ডাস্ট্রি অঙ্গীকারে যোগদানের মাধ্যমে আমরা ২০৫০ সাল নাগাদ বিভিন্ন সরকার ও স্টেকহোল্ডারের মধ্যে পরমাণু শক্তি উৎপাদন সক্ষমতা তিন গুণ করার লক্ষ্যে বিভিন্ন সরকার ও স্টেকহোল্ডারের সঙ্গে সহযোগিতা করার প্রতিশ্রুতি ব্যাক্ত করছি।

ওয়ার্ল্ড নিউক্লিয়ার অ্যাসোসিয়েশনের মহাপরিচালক সামা বিলবাও জানান যে, ইতোমধ্যে শতাধীক প্রতিষ্ঠান নেট জিরো নিউক্লিয়ার ইন্ডাসট্রি অঙ্গীকার উদ্যোগকে অনুমোদন দিয়েছে। ‌‘সবার সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে ২০৫০ সাল নাগাদ কমপক্ষে তিন গুণ পরমাণু উৎপাদন সক্ষমতা অর্জনে আমরা সফল হবো’।

নেট জিরো নিউক্লিয়ার ইন্ডাস্ট্রি অঙ্গীকারের উদ্যোগে অংশ গ্রহণকারীরা নেট জিরো লক্ষ্য অর্জনের ক্ষেত্রে ব্যাপক ডিকার্বনাইজেশনে পরমাণু শক্তির ট্র্যাক রেকর্ডের ওপরও গুরুত্ব আরোপ করেন। রোসাটমসহ যেসব প্রতিষ্ঠান এই উদ্যোগে অংশগ্রহণ করছে, তারা বর্তমানে চালু পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রগুলোর সর্বোচ্চ ব্যবহার এবং নিরাপদ, সুরক্ষিত ও দায়িত্বশীল নতুন কেন্দ্র নির্মাণে সচেষ্ট হওয়া অঙ্গীকার করেছে।

অংশগ্রহণকারীরা প্রতি বছর লক্ষ্য অর্জনে তাদের অগ্রগতি পর্যালোচনা করার সিদ্ধান্ত নিয়েছে এবং একই সঙ্গে অন্যান্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে এই উদ্যোগে যুক্ত হতে আহ্বান জানিয়েছে যাতে ভবিষ্যতে টেকসই ও লো-কার্বন এনার্জি লক্ষ্য অর্জন করা সম্ভব হয়।

রোসাটম বর্তমানে বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প নির্মাণে সার্বিক সহায়তা প্রদান করছে। এই প্রকল্পে প্রতিটি ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন দুটি পরমাণু বিদ্যুৎ ইউনিট স্থাপিত হচ্ছে।

বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০২৩
এসকে/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।