ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আর্জেন্টিনায় ঝড়ে স্পোর্টস ক্লাবের ছাদ ধসে নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫০ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২৩
আর্জেন্টিনায় ঝড়ে স্পোর্টস ক্লাবের ছাদ ধসে নিহত ১৩

আর্জেন্টিনার বন্দর শহর বাহিয়া ব্লাঙ্কা শহরে শক্তিশালী ঝড়ে একটি স্পোর্টস ক্লাবের ছাদ ধসে গিয়ে ১৩ জনের প্রাণ গেছে। কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

খবর এনডিটিভির।  

মেয়র অফিস সূত্রে জানা গেছে, শহরে ভারী বৃষ্টি ও শক্তিশালী হাওয়ার জেরে ওই স্পোর্টস ক্লাবের ছাদটি ধসে যায়। সেখানে তখন স্কেটিং প্রতিযোগিতা চলছিল।  

পৌর কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, এটি দুর্ভাগ্যজনক। জরুরি পরিষেবা সংস্থা বাহিয়েনস দেল নর্থে ক্লাবে ১৩ জনের প্রাণহানির খবর নিশ্চিত করেছে। ঘটনাস্থলে অগ্নিনির্বাপণকর্মীরা কাজ করছেন, সেখানে লোকজন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন।  

শহরে বাতাসের সর্বোচ্চ গতি রেকর্ড করা হয়েছে ১৪০ কিলোমিটার পর্যন্ত। তীব্র এ ঝড়ে শহরের কয়েকটি অংশে বিদ্যুৎ নেই বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।