ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

চীনে কয়লা খনিতে দুর্ঘটনায় নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২৩
চীনে কয়লা খনিতে দুর্ঘটনায় নিহত ১২

চীনের উত্তর-পূর্বাঞ্চলে একটি কয়লা খনিতে ভয়াবহ দুর্ঘটনায় ১২ জন নিহত ও ১৩ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার দেশটির গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

বুধবার বিকেল ৩টা ৫০ মিনিটে হেইলংজিয়াং প্রদেশের জিক্সি শহরের উপকণ্ঠে একটি কয়লা খনিতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে সম্প্রচারকারী সিসিটিভি।

সিসিটিভি বৃহস্পতিবার বলেছে, খনির বাঁকানো খাদে এ দুর্ঘটনা ঘটে। এতে ১২ জন নিহত এবং ১৩ জন আহত হয়। আহতদের সবাইকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। বিষয়টি তদন্তাধীন।

নভেম্বরে হেইলংজিয়াংয়ের আরেকটি কয়লা খনিতে একটি দুর্ঘটনায় ১১ জন নিহত হয়। সেপ্টেম্বরে গুইঝো প্রদেশে একটি কয়লা খনিতে আগুনে কমপক্ষে ১৬ জন নিহত হয়।

ফেব্রুয়ারিতে একটি কয়লা খনি আংশিকভাবে ধসে পড়ে উত্তর ইনার মঙ্গোলিয়া অঞ্চলে। এ সময় জনবসতিপূর্ণ আলক্সা লীগে ১৮০ মিটার উঁচু ঢাল পথ ভেঙে ৫০ জনেরও বেশি লোক মারা যায়।

সূত্র: ইন্ডিয়া টুডে

বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।