ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

প্রাগে বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে বেশ কয়েকজন নিহত

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৩ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২৩
প্রাগে বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে বেশ কয়েকজন নিহত

চেক প্রজাতন্ত্রের পুলিশ বলছে, রাজধানী প্রাগের কেন্দ্রীয় অঞ্চলে একটি বিশ্ববিদ্যালয়ের ভবনে বন্দুকধারীর গুলিতে বেশ কয়েকজন নিহত হয়েছেন। খবর আল জাজিরার।

 

এক্সে (আগের নাম টুইটার) পুলিশ বলেছে, বন্দুকধারীকে শেষ করে দেওয়া হয়েছে। ভবনটি ফাঁকা করা হয়েছে। ঘটনাস্থলে বেশ কয়েকজন নিহত হয়েছেন, আহত হয়েছেন অনেকে।

চেক রাজধানীতে বন্দুকধারীর গুলিতে নিহত ব্যক্তিদের সম্পর্কে বা সেখানকার পরিস্থিতি সম্পর্কে পুলিশ বিস্তারিত কিছু জানায়নি।

পুলিশ শুধু বলছে, জান পালাচ স্কয়ারের একটি শিক্ষাপ্রতিষ্ঠানে গোলাগুলির কারণে কর্মকর্তাদের মোতায়েন করা হয়েছে।

বিবিসি বলছে, খবর অনুযায়ী ঘটনাটি ঘটেছে চার্লস ইউনিভার্সিটির কলা অনুষদে, যেটি জান পালাচ স্কয়ারে অবস্থিত।

কর্তৃপক্ষ বলছে, পুরো স্কয়ার এবং বিশ্ববিদ্যালয়ের আশপাশের কয়েকটি সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে।

চেকের একটি নিউজ আউটলেটকে দেওয়া এক সাক্ষাৎকারে এক প্রত্যক্ষদর্শী বলেন, হঠাতই আমি গুলির শব্দ শুনতে পাই।  

চার্লস ইউনিভার্সিটির ফিলোসফি অনুষদের কর্মীর কাছে পাঠানো একটি ইমেইলে রয়টার্স দেখতে পেয়েছে, তাতে গোলাগুলির বিষয়ে সতর্ক করা হয়েছে।  

চার্লস ইউনিভার্সিটির অবস্থান প্রাগের ওল্ড টাউনে, পর্যটকদের প্রিয় চার্লস ব্রিজ থেকে মাত্র ৫০০ মিটার দূরত্বে।  

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ