ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আফগানিস্তানে ন্যাটোর বিমানঘাঁটি লক্ষ্য করে জঙ্গি হামলা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩২ ঘণ্টা, জুন ৩০, ২০১০

কাবুল: আফগানিস্তানের পূর্বাঞ্চলে ন্যাটো’র বড় একটি বিমানঘাঁটি লক্ষ্য করে আজ বুধবার তালেবান জঙ্গিরা হামলা চালিয়েছে।

জঙ্গিরা গাড়িবোমা ও রকেটচালিত গ্রেনেড দিয়ে এ হামলা চালিয়েছে বলে ন্যাটো নেতৃত্বাধীন আন্তর্জাতিক নিরাপত্তা সহায়তা বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কমান্ডার ইয়াইন ব্যাক্সটার বার্তাসংস্থা এএফপিকে জানিয়েছেন।



এদিকে, তালেবান বাহিনীর মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ টেলিফোনে এএফপি’র কাছে এ হামলার দায় স্বীকার করেছেন।

জালালাবাদের বিমানঘাঁটিতে এ হামলার ঘটনায় হামলাকারীদেরই বেশ কয়েকজন নিহত হয়েছে। তবে ন্যাটো সেনা বা বেসমারিক কর্মকর্তাদের কেউ হতাহত হননি বলেও ব্যাক্সটার জানান।

ইয়াইন ব্যাক্সটার আরো বলেন, ‘জালালাবাদ বিমানঘাঁটিতে হামলা হয়েছে এবং এখনও তা চলছে। ’

তবে, হামলাকারীরা বিমানঘাঁটির ভেতরে ঢুকতে ব্যর্থ হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘হামলাকারীরা গাড়িবোমা, আরপিজি এবং ছোট আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছে। গাড়িবোমার বিস্ফোরণ ঘটলেও তা বিমানঘাঁটি পর্যন্ত পৌঁছায়নি। ’

উল্লেখ্য, দক্ষিণের কান্দাহার ও কাবুলের বাগরাম শহরতলীর বিমানঘাঁটির পর আফগানিস্তানে ন্যাটোর সবচেয়ে বড় ঘাঁটি রয়েছে জালালাবাদে। সাম্প্রতিক মাসগুলোতে জঙ্গিরা কান্দাহার ও কাবুলেও হামলা চালিয়েছে।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৫১১ ঘণ্টা, জুন ৩০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।