ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

গাজায় যুদ্ধ চলবে ২০২৪ সালজুড়ে, বলছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৯ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২৪
গাজায় যুদ্ধ চলবে ২০২৪ সালজুড়ে, বলছে ইসরায়েল

ইসরায়েলি সামরিক বাহিনী বলছে, তারা মনে করছে, গাজায় ২০২৪ সালজুড়ে সংঘাত চলবে। আগের বছরের ৭ অক্টোবর হামাস ইসরায়েলে হামলা চালানোর পর এ সংঘাত শুরু হয়।

 

নতুন বছরের বার্তায় ইসরায়েল ডিফেন্স ফোর্সেসের (আইডিএফ) প্রধান ড্যানিয়েল হাগারি বলেন, ‘দীর্ঘস্থায়ী যুদ্ধের’ প্রস্তুতির জন্য সেনা মোতায়েনে সামঞ্জস্য আনা হচ্ছে।

তিনি বলেন, কিছু সেনাকে, বিশেষ করে রিজার্ভ সেনা, পুনরায় সংগঠিত করার অনুমতি দেওয়ার জন্য প্রত্যাহার করা হবে।

তিনি আরও বলেন, এসব অভিযোজন ২০২৪ সালে যুদ্ধ চালিয়ে যাওয়ার পরিকল্পনা এবং প্রস্তুতি নিশ্চিত করার উদ্দেশ্যেই।

আইডিএফ প্রধান বলেন, অতিরিক্ত মিশন রাখা হবে এবং বছরের বাকি সময় লড়াই চলবে, তা বোঝার জন্য আইডিএফকে অবশ্যই আগে থেকে পরিকল্পনা সাজাতে হবে।

তিনি জানান, চলতি সপ্তাহেই কিছু রিজার্ভ সেনা গাজা ছাড়বে। আসন্ন অভিযানের আগে চাঙা হতেই তাদের এ প্রস্থান।  

হামাস শাসিত সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, গাজায় ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ২১ হাজার ৮০০ লোকের প্রাণ গেছে। এর মধ্যে বেশিরভাগই শিশু ও নারী।  

৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামলা চালান হামাস যোদ্ধারা। এ হামলায় এক হাজার ২০০ লোকের প্রাণ যায়। শুরুতে নিহতের সংখ্যা আরও বেশি বলা হলেও পরে তা কমানো হয়। হামাস ২৪০ জনকে ইসরায়েল থেকে জিম্মি করে নিয়ে যায়।  

সেই থেকে থেকে ইসরায়েল গাজায় বোমাবর্ষণ চালিয়েই যাচ্ছে।  

বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।