ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

লোহিত সাগরে যুদ্ধজাহাজ মোতায়েন করল ইরান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫২ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২৪
লোহিত সাগরে যুদ্ধজাহাজ মোতায়েন করল ইরান

ইসরায়েল-হামাস যুদ্ধ পরিস্থিতির মধ্যে লোহিত সাগরে যুদ্ধজাহাজ মোতায়েন করেছে ইরান।  

দেশটির আধাসরকারি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, সোমবার (১ জানুয়ারি) ইরানের আলবোর্জ যুদ্ধজাহাজ লোহিত সাগরে প্রবেশ করেছে।

বাব এল-মান্দাব প্রণালি হয়ে লোহিত সাগরে প্রবেশ করেছে যুদ্ধজাহাজ আলবোর্জ।  

তবে লোহিত সাগরে যুদ্ধজাহাজটিকে কেন মোতায়েন করা হয়েছে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি নিউজ এজেন্সিটি।  

ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল প্রেস টিভির তথ্য অনুযায়ী, আলভান্দ ধাঁচের ওই যুদ্ধজাহাজ  ইরানের নৌবাহিনীর ৩৪তম নৌবহরের অংশ। ২০১৫ সাল পর্যন্ত এডেন উপসাগর, ভারত মহাসাগরের উত্তরে এবং বাব এল-মান্দাব প্রণালীতে টহল দিয়েছিল এটি।

এর আগে, গত ৩০ ও ৩১ ডিসেম্বর লোহিত সাগরে অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান মারেস্কের কনটেইনারবাহী জাহাজে হামলা চালায় হুথি বিদ্রোহীরা। ওই হামলার ঘটনায় ৪৮ ঘণ্টার জন্য লোহিত সাগরে তাদের আর কোনো জাহাজ চলাচল করবে না বলে ঘোষণা দেয়।

এর আগে গত ২ ডিসেম্বর ইরানের নৌবাহিনীর প্রধান শাহরাম ইরানির বরাত দিয়ে দেশটির গণমাধ্যমের খবরে বলা হয়, লোহিত সাগরে মিশন পরিচালনা করছে আলবোর্জ। পরে ১৪ ডিসেম্বর ইরানের প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ রেজা আশতিয়ানি লোহিত সাগরের বিষয়ে বলেন, যেসব অঞ্চলে আমাদের আধিপত্য আছে সেসব অঞ্চলে অন্য কেউ অগ্রসর হতে পারবে না।

তথ্যসূত্র: আলজাজিরা

বাংলাদেশ সময়: ০১০০ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০২৪
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।