ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইসরায়েলি হামলায় ২৪ ঘণ্টায় ১৩৫ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০২ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২৪
ইসরায়েলি হামলায় ২৪ ঘণ্টায় ১৩৫ ফিলিস্তিনি নিহত

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বর্বর হামলায় গত ২৪ ঘণ্টায় ১৩৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩১২ জন।

আল জাজিরা বলছে, গত ৭ অক্টোবর আগ্রাসন শুরুর পর ফিলিস্তিনে এখন পর্যন্ত ২৩ হাজার ৮৪৩ জন নিহত হয়েছেন।

নতুন করে হামলার ঘটনায় আহতদের অনেকেই ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে।

ফিলিস্তিনের স্বাস্থ্যমন্ত্রণালয় এসব তথ্য জানিয়ে বলেছে, যারা আহত হয়েছে এবং ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছে না।

হামাস নিধনে ইসরায়েলের ধারাবাহিক হামলায় এখন পর্যন্ত ৬০ হাজার ৩১৭ ফিলিস্তিনি আহত হয়েছে। হাজারো মানুষের অঙ্গহানি হয়েছে। অনেকেই শারীরিক ক্ষতি বয়ে বেড়াচ্ছেন।

বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২৪
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ