ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নির্বাচনে ব্যাট প্রতীক পাবে না পিটিআই

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৩ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২৪
নির্বাচনে ব্যাট প্রতীক পাবে না পিটিআই

আসন্ন সাধারণ নির্বাচনে বিশ্বকাপ জয়ী সাবেক ক্রিকেটার ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) তাদের ব্যাট প্রতীক পাচ্ছে না।

শনিবার (১৩ জানুয়ারি) রাতে এই রায় দিয়েছেন পাকিস্তানের সুপ্রিম কোর্ট।

খবর ডনের।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রতীক নির্ধারণ গিয়ে দুদিন শুনানি হয়েছে। প্রধান বিচারপতি কাজী ফয়েজ ঈসা, বিচারপতি মোহাম্মদ আলী মাজহার ও বিচারপতি মুসারাত হিলালিকে নিয়ে তিন সদস্যের বেঞ্চ পাকিস্তান তেহরিক-ই-ইনসাফকে ব্যাট প্রতীক না দেওয়ার সিদ্ধান্ত দিয়েছেন।

দুর্নীতির মামলায় সাজা হওয়ার পর কারাবন্দী ইমরান খান এখন দলীয় প্রধান পদেও অযোগ্য। তার অবর্তমানে পিটিআই অভ্যন্তরীণ নির্বাচনে নতুন নেতৃত্ব ঠিক করে। দলের চেয়ারম্যান নির্বাচিত হন গহর আলী খান।

তবে পিটিআই’র এ নির্বাচন গঠনতন্ত্র ও নির্বাচন কমিশনের আইন (ইসিপি) অনুযায়ী হয়নি বলে অভিযোগ ওঠে। এর ভিত্তিতেই গত ২২ ডিসেম্বর দলটির ব্যাট প্রতীক বাতিল করে পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি)। এ নিয়ে আইনি পথে হাঁটে পিটিআই। ইসিপিও সুপ্রিম কোর্টে পিটিআইকে প্রশ্নের মুখে ফেলে দেয়।

বাংলাদেশ সময়: ১১১২ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২৪
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।