ঢাকা, মঙ্গলবার, ১৯ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ২৫ হাজার ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৪ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৪
গাজায় ইসরায়েলি হামলায় নিহত ২৫ হাজার ছাড়াল

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় নিহত ২৫ হাজার ছাড়িয়েছে। সেখানকার স্বাস্থ্য মন্ত্রণালয় এমনটি বলেছে।

খবর আল জাজিরার।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় ২৫ হাজার ১০৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আর ইসরায়েলি হামলায় আহত হয়েছেন ৬২ হাজার ৬৮১ জন।  

স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, গেল ২৪ ঘণ্টায় ১৭৮ ফিলিস্তিনির প্রাণ গেছে। আর আহত হয়েছেন ২৯৩ জন।  

৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। পরে ইসরায়েল হামাস শাসিত গাজা উপত্যকায় হামলা শুরু করে। সেই থেকে হামলা চলছেই। মাঝখানে এক সপ্তাহ যুদ্ধবিরতি ছিল।  

হামাসের হামলায় ইসরায়েলে ১ হাজার ১৩৯ জনের প্রাণ গেছে। শুরুতে এ সংখ্যা আরও বেশি বলা হলেও পরে তা কমানো হয়। হামাস ইসরায়েল থেকে দুই শতাধিক লোককে জিম্মি করে। পরে যুদ্ধবিরতির সময় তাদের অনেককে মুক্তি দেওয়া হয়।  

এদিকে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের অভিযান-গ্রেপ্তার অব্যাহত রয়েছে।  

বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।