ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

চার ইসরায়েলি গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করলো ইরান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৩ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২৪
চার ইসরায়েলি গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করলো ইরান

ইসরায়েলি গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করার অভিযোগে চার জনের মৃত্যুদণ্ড কার্যকর করলো ইরান। ইরানের দাবি, ওই গুপ্তচররা একটি সামরিক স্থাপনায় নাশকতার পরিকল্পনা করছিল।

  

দেশটির বিচার বিভাগের মতে, মোহাম্মদ ফারামারজি, মোহসেন মাজলুম, ওয়াফা আজারবার, পেজমান ফাতেহি—এই চার আসামি ইসফাহান প্রদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে একটি ঘাঁটিতে নাশকতা চালানোর পরিকল্পনা করছিল। ২০২২ সালের জুলাই মাসে তাদের গ্রেপ্তার করা হয়।   

ইরানের বিচার বিভাগের ওয়েবসাইট মিজান অনলাইনের প্রতিবেদনে উল্লেখ করা হয়, ইহুদিবাদী গুপ্তচর সংস্থার সঙ্গে যুক্ত; ইসফাহানে বোমা হামলার পরিকল্পনাকারী, একটি গ্রুপের গ্রেপ্তারকৃত চার সদস্যের মৃত্যুদণ্ড আজ সকালে কার্যকর করা হয়েছে। খবর এনডিটভি 

ইরানের দাবি, অপারেশনের দেড় বছর আগে মোসাদ তাদের দলে ভেড়ায়। সামরিক প্রশিক্ষণের জন্য তাদের আফ্রিকা পাঠানো হয়। যেখানে মোসাদের অফিসাররা তাদের প্রশিক্ষণ দেন। ইরানের আদালত গত বছরের সেপ্টেম্বরে তাদের মৃত্যুদণ্ড দেন।      

গত বছরের আগস্টে ইরান দাবি করেছিল, দেশটির ব্যালিস্টিক মিসাইল উৎপাদন কেন্দ্রে ইসরায়েলি গোয়ন্দা সংস্থা মোসাদের একটি জটিল নাশকতা পরিকল্পনা ভণ্ডুল করেছে তারা।

বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২৪
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।