ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সুদান-দক্ষিণ সুদানের মধ্যবর্তী বিরোধপূর্ণ অঞ্চলে নিহত অর্ধশতাধিক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১২ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২৪
সুদান-দক্ষিণ সুদানের মধ্যবর্তী বিরোধপূর্ণ অঞ্চলে নিহত অর্ধশতাধিক

সুদান ও দক্ষিণ সুদানের মধ্যবর্তী বিরোধপূর্ণ অঞ্চলে হামলায় অর্ধশতাধিক লোকের প্রাণ গেছে। খবর আল জাজিরার।

সোমবার স্থানীয় কর্মকর্তারা জানান, সব মিলিয়ে সপ্তাহান্তে আবেই অঞ্চলে মহিলা ও শিশুসহ ৫২ জন মারা গেছেন।  

সুদান ও দক্ষিণ সুদান উভয়ই তেল-সমৃদ্ধ অঞ্চলটির দাবি করে থাকে।  

আবেই অঞ্চলের তথ্যমন্ত্রী বুলিস কোচ জানান, দক্ষিণ সুদানের ওয়াররাপ প্রদেশের সশস্ত্র যুবারা শনিবার হামলা চালায়।

সীমান্ত সংক্রান্ত বিরোধে ২০২১ সালের পর এটিই  সবচেয়ে বড় হামলার ঘটনা।

আবেই অঞ্চলে জাতিসংঘের অন্তর্বর্তীকালীন নিরাপত্তাবাহিনীর এক শান্তিরক্ষীও নিহত হয়েছেন।

বুলিস কোচ বলেন, বর্তমান ভয়াবহ নিরাপত্তা পরিস্থিতির কারণে আমরা কারফিউ জারি করেছি।  

বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।