ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

পুতিনের প্রতিদ্বন্দ্বী নাদেজদিনকে অযোগ্য ঘোষণা করল নির্বাচন কমিশন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২৪
পুতিনের  প্রতিদ্বন্দ্বী নাদেজদিনকে অযোগ্য ঘোষণা করল নির্বাচন কমিশন

রাশিয়ার নির্বাচন কমিশন আগামী মাসের প্রেসিডেন্ট নির্বাচনে ভ্লাদিমির পুতিনের যুদ্ধবিরোধী প্রতিদ্বন্দ্বী বরিস নাদেজদিনকে প্রার্থী হিসেবে অযোগ্য ঘোষণা করেছে। খবর বিবিসির।

নির্বাচন কর্তৃপক্ষ দাবি করেছে যে, নাদেজদিন নিজের প্রার্থী আবেদনের সঙ্গে যে সই জমা দিয়েছেন, তার মধ্যে ১৫ শতাংশের বেশি ত্রুটিপূর্ণ। তিনি এ নিয়ে চ্যালেঞ্জ করতে চাইলেও কমিশন তা প্রত্যাখ্যান করেছে।

৬০ বছর বয়সী নাদেজদিন সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, তিনি রাশিয়ার সুপ্রিম কোর্টে তার প্রার্থিতা নিয়ে চ্যালেঞ্জ করবেন।

রাশিয়ার কেন্দ্রীয় নির্বাচন কমিশন বলছে, নাদেজদিন এক লাখ ৫ পাঁচ হাজার সই জমা দিয়েছিলেন। তবে এর মধ্যে ৯ হাজারই অবৈধ। তারা বিভিন্ন লঙ্ঘনের বিষয় উল্লেখ করেছে।  

কমিশনের সদস্য আন্দ্রেই শুতভ বলেন, অবৈধ সই বাদ দিলে বাকি থাকে ৯৫ হাজার ৫৮৭টি। তবে প্রার্থী হতে প্রয়োজন এক লাখ সই।

নাদেজদিন বিবিসিকে বলেন, রাশিয়ার রাজনীতিতে কিছু সিদ্ধান্ত দুর্ভাগ্যবশত আইন মেনে হয়নি। তিনি বলেন, লাখ লাখ লোকের সমর্থন তিনি পেয়েছেন, যারা রাশিয়ার কর্তৃত্ববাদ এবং সামরিকবাদের ধারায় থাকতে চান না।  

১৫-১৭ মার্চ রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।  

বাংলাদেশ সময়: ১৩৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।