ঢাকা, শনিবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ নভেম্বর ২০২৪, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

দুই আসনে বিপুল ব্যবধানে জয়ী বিলাওয়াল ভুট্টো

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২৪
দুই আসনে বিপুল ব্যবধানে জয়ী বিলাওয়াল ভুট্টো বিলাওয়াল ভুট্টো জারদারি

পাকিস্তানের জাতীয় পরিষদ নির্বাচনে এ পর্যন্ত পাওয়া খবরে দুটি আসনে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি।  

কাম্বার শাহদাদকোট-১ এর ১৯৪ নম্বর আসনে ১ লাখ ৩১ হাজার ২১৭ ভোট পেয়ে জিতেছেন বিলাওয়াল।

তার প্রতিদ্বন্দ্বী রাশিদ সোমারো পেয়েছেন ৩৪ হাজার ৫৭২ ভোট।

আর লারকানার ১৯৬ আসনে পিপিপিপ্রধান পেয়েছেন ৮৫ হাজার ৩৭০ ভোট। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে উলামায়ে ইসলামের প্রার্থী মেহমুদ সোমারো পেয়েছেন ৩৪ হাজার ৪৯৯ ভোট।

পাকিস্তানের নির্বাচন কমিশনের ঘোষিত অস্থায়ী ফলাফলের বরাতে এসব তথ্য নিশ্চিত করেছে দেশটির জনপ্রিয় গণমাধ্যম ডন, জিওটিভির অনলাইন সংস্করণ, সামা টিভি।

বাংলাদেশ সময় দুপুর আড়াইটা পর্যন্ত ঘোষিত ফলে দেখা যায়, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা ৫০টি আসনে জয় পেয়েছেন।  

৩১ আসন নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন)। আর পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) প্রার্থীরা ২৮টি আসনে জয় পেয়েছেন।

পাকিস্তানে ভোটার সংখ্যা ১২৮ মিলিয়ন। এ নির্বাচনে স্বতন্ত্র ও দল মিলিয়ে ১৭ হাজার ৮১৬ প্রার্থী জাতীয় পরিষদের ২৬৫টি, পাঞ্জাব পরিষদের ২৯৬টি, সিন্ধ পরিষদের ১৩০টি, খাইবার পাখতুনখোয়া প্রদেশের ১১৩টি ও বেলুচিস্তানের ৫১টিসহ মোট ৮৫৫ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।  

বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২৪
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।