ঢাকা, বৃহস্পতিবার, ১৯ বৈশাখ ১৪৩১, ০২ মে ২০২৪, ২২ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

ভোটের আগে টিকটকে বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২৪
ভোটের আগে টিকটকে বাইডেন

নির্বাচনকে সামনে রেখে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে যোগ দিয়েছেন মার্কিন প্রেসিডেন জো বাইডেন। রোববার মাত্র ২৬ সেকেন্ডের একটি ভিডিও দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের এ অ্যাপে আত্মপ্রকাশ করেন তিনি।

 

নির্বাচনের প্রচারাভিযানের জন্য শর্ট-ফর্ম ভিডিও অ্যাপ টিকটকে যোগ দিলেন তিনি।

সম্প্রতি ভিডিও-শেয়ারিং প্ল্যাটফর্মের মার্কিন সরকারের তীব্র সমালোচনার পর এ পদক্ষেপ নেওয়া হয়। বিশেষত রিপাবলিকানদের পাশাপাশি বাইডেন প্রশাসনের কাছ থেকে চাপের মুখে পড়ে চীনা এ অ্যাপটি।

টিকটক হলো চীনা প্রতিষ্ঠান বাইটড্যান্সের মালিকানাধীন। মার্কিন রাজনীতিবিদদের অভিযোগ, চীনা সরকার প্রচারণার মাধ্যম হিসেবে এ অ্যাপটি ব্যবহার করছে। যদিও প্রতিষ্ঠানটির পক্ষ থেকে মার্কিন রাজনীতিবিদদের এমন অভিযোগ অস্বীকার করা হয়েছে।  

টিকটক তাৎক্ষণিকভাবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের অ্যাকাউন্টের ব্যাপারে কোনো মন্তব্য করেনি।  নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া প্রেসিডেন্ট নির্বাচনের আগে তরুণ ভোটারদের কাছে পৌঁছানোর জন্য নতুন এ অ্যাকাউন্ট চালু করেন বাইডেন।

রোববার রাত পর্যন্ত জো বাইডেনের অ্যাকাউন্টটিতে ফলোয়ার ছিল ১০ হাজার ৯০০ জন।

সূত্র: আরব নিউজ

বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২৪
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।