ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইউক্রেন-ইসরায়েল-তাইওয়ানের ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা প্যাকেজ সিনেটে পাস

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২৪
ইউক্রেন-ইসরায়েল-তাইওয়ানের ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা প্যাকেজ সিনেটে পাস

ইউক্রেন, ইসরায়েলে ও তাইওয়ানের দীর্ঘ প্রতীক্ষিত ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা প্যাকেজে অনুমোদন দিয়েছে মার্কিন সিনেট। খবর বিবিসি।

 

ডেমোক্র্যাটরা বিলটি পাস করার পক্ষে থাকলেও রিপাবলিকানরা বিভক্ত ছিলেন এবং এর আগে তারা ভোটে বাতিল করে দিয়েছিলেন।

এ প্যাকেজে কিয়েভের জন্য ৬০ বিলিয়ন, হামাসের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধের জন্য ১৪ বিলিয়ন ডলার এবং গাজাসহ সংঘাতপূর্ণ অঞ্চলে মানবিক সহায়তার জন্য ১০ বিলিয়ন ডলার বরাদ্দ।  

আইনপ্রণেতারা ৭০-২৯ ভোটে প্যাকেজটিতে অনুমোদন দেন।  

বিলটি এখন রিপাবলিকান-নিয়ন্ত্রিত হাউস অব রিপ্রেজেন্টেটিভসে যাবে। সেখানে এর ভবিষ্যৎ অনিশ্চিত।  

রিপাবলিকান হাউস স্পিকার মাইক জনসন এবং সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনার পরও এ প্যাকেজের প্রস্তাবটি সিনেট পাস করেছে।  

শেষ পর্যন্ত সিনেটের সংখ্যালঘু নেতা মিচ ম্যাককনেল সহ ২২ রিপাবলিকান আইনটির পক্ষে ভোট দেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, সহায়তা প্যাকেজে অনুমোদন দেওয়ায় তিনি সিনেটরদের কাছে কৃতজ্ঞতা জানান।  

বাংলাদেশ সময়:  ১৮৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২৪

আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।